Calcutta High Court on CBI: 'সিবিআই শুধু গ্যালারি শো করে!' খেজুরির বিজেপি কর্মী মৃত্যু মামলায় কী বললেন হাইকোর্টের বিচারপতি?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
খেজুরির দুই বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় দুটি ময়নাতদন্ত রিপোর্ট সামনে এসেছে৷ ময়নাতদন্তের দুটি রিপোর্টে দু রকম বয়ান রয়েছে৷
খেজুরিতে দুই বিজেপি কর্মীর মৃত্যু রহস্যের তদন্তের দায়িত্ব সিবিআই-কে দেওয়ার আবেদন জানিয়ে মামলা হয়েছিল হাইকোর্টে৷ সেই মামলার শুনানিতে সিবিআই-এর ভূমিকা নিয়েই চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ৷
দু পক্ষের সওয়াল জবাবের পর পর্যবেক্ষণে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, ‘সিবিআই তদন্তের নামে কিছুই করেনা। সিবিআই শুধু গ্যালারি শো করে। এখন সিবিআই গ্যালারি শো করে।
খেজুরির দুই বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় দুটি ময়নাতদন্ত রিপোর্ট সামনে এসেছে৷ ময়নাতদন্তের দুটি রিপোর্টে দু রকম বয়ান রয়েছে৷ মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালের প্রথম ময়নাতদন্তের রিপোর্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কথা বলা হয়৷ এসএসকেএম হাসপাতালে দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে মৃতদেহে আঘাতের কথা বলা হয়৷ দুই সরকারি হাসপাতালের ময়নাতদন্ত রিপোর্টে দু রকম বয়ান কেন, তা নিয়ে প্রশ্ন তোলে হাইকোর্টও৷
advertisement
advertisement
যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত হাইকোর্টে দাবি করেছিলেন, দুটি ময়নাতদন্তের রিপোর্টে কোনও ফারাকই নেই৷ মৃতদেহ সংরক্ষণে গাফিলতির কারণে মৃতদেহে আঘাতের চিহ্ন তৈরি হতে পারে৷ এই ঘটনার কোনও সাক্ষীই আঘাত, অত্যাচারে মৃত্যুর কথা জানাননি। অ্যাডভোকেট জেনারেল দাবি করেন, ‘প্রথম ময়নাতদন্তের ভিডিও ফুটেজও রয়েছে৷ কোথাও আঘাতের চিহ্ন ছিল না।’ তিনি আরও যুক্তি দেন, ‘ময়নাতদন্তে আঘাতের চিহ্ন আসতে পারে, এটা সম্ভব। চিকিৎসকদের সঙ্গে কথা বলেই জেনেছি। প্রথম ময়নাতদন্তের পর দেহ সংরক্ষণে গাফিলতি থাকতে পারে, সেখানে আঘাতের চিহ্ন আসতে পারে। দেহে পচন ধরার পর এ রকম কিছু পরিবর্তন হতে পারে। ফলে, দুই ময়নাতদন্তে তাই কোনও ফারাক নেই।’
advertisement
এ দিনের পর্যবেক্ষণে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, ‘দুই রকমের ময়নাতদন্তের রিপোর্ট আছে৷ হাইকোর্টের নজরদারিতে ডিআইজি-র নেতৃত্বে সিট গঠন করে তদন্ত করলে মামলাকারীদের পক্ষে সেটা অনেক ভাল হবে। ১ মাস পর তদন্তের অগ্রগতি রিপোর্ট পেশ করবে সিআইডি।’ মঙ্গলবার সকালে মামলার চূড়ান্ত রায় দেবে কলকাতা হাইকোর্ট৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 25, 2025 4:34 PM IST