Partha Chatterjee: অসহযোগিতায় গ্রেফতারের অনুমতি, পার্থকে মন্ত্রিত্ব থেকে সরানোর সুপারিশ বিচারপতির

Last Updated:

এ দিন এসএসসি-র যাবতীয় মামলায় সিবিআই তদন্তের যে নির্দেশ বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, তা বহাল রেখেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ৷

বিপাকে পার্থ চট্টোপাধ্যায়৷
বিপাকে পার্থ চট্টোপাধ্যায়৷
#কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কাছে সুপারিশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ শুধু তাই নয়, আজই সন্ধে ছ'টার মধ্যে সিবিআই দফতরে গিয়ে হাজিরা দিতে হবে পার্থ চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকজন সরকারি আধিকারিককে৷ এমন কি, তদন্তে সহযোগিতা না করলে মন্ত্রী সহ বাকি আধিকারিকদের প্রয়োজনে গ্রেফতার করারও সবুজ সঙ্কেত দিয়ে রেখেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷
এ দিন এসএসসি-র যাবতীয় মামলায় সিবিআই তদন্তের যে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন, তা বহাল রেখেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ৷ তার পরই পার্থ চট্টোপাধ্যায় সহ এসএসসি-র তৎকালীন নজরদারি কমিটির সদস্যদের সিবিআই-এর সামনে হাজিরার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ লক্ষ্মী টুংগার দায়ের করা মামলায় এই নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷
advertisement
advertisement
বিচারপতি গঙ্গোপাধ্যায় অবশ্য বলেন, পার্থ চট্টোপাধ্যায়কে সরানোর জন্য তিনি কেবল সুপারিশ করছেন মাত্র, এটি কোনও নির্দেশ নয়৷ পার্থ চট্টোপাধ্যায়ের নিজে থেকেই পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ কারণ এত বড় মাপের দুর্নীতি নাম জড়ানো কেউ মন্ত্রিসভায় থাকুক, তা ভাল দৃষ্টান্ত তৈরি করে না৷
এসএসসি-র যে নজরদারি কমিটি ছিল, তার সদস্য হিসেবে এসএসসি-র উপদেষ্টা এস পি সিনহা সহ বাকি আধিকারিকদের আজ বিকেল চারটের মধ্যে সিবিআই-এর সামনে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি৷
advertisement
বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিতে গিয়ে জানান, সিবিআই হেফাজতে নিয়ে জিঞ্জাসাবাদ না করলে সত্য সামনে আসবে না৷ এই সূত্রেই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, স্বচ্ছ সমাজ ও মুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ার জন্য তৎকালীন শিক্ষামন্ত্রী এবং রাজ্যের বর্তমান মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া প্রয়োজন৷ মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের থেকে তিনি এই পদক্ষেপ প্রত্যাশা করেন ও সেই সুপারিশ করছেন বলেও মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee: অসহযোগিতায় গ্রেফতারের অনুমতি, পার্থকে মন্ত্রিত্ব থেকে সরানোর সুপারিশ বিচারপতির
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement