বরাহনগরের জুনিয়র মৃধা খুনের রহস্যভেদে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্ট ডিভিশন বেঞ্চের

Last Updated:

বুলেটবিদ্ধ হয়ে খুন হয়েছে জুনিয়র, চার্জশিটে জানায় সিআইডি। তবে খুনিদের হদিশ দিতে ব্যর্থ হয় সিআইডি।

#কলকাতা: বরাহনগরের জুনিয়র মৃধা খুনের রহস্যভেদে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্ট ডিভিশন বেঞ্চের। মে,২০১৯ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। ৭ মাস পর সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখল বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি কৌশিক চন্দ ডিভিশন বেঞ্চ।
কে জুনিয়র মৃধা? ব্রাজিলের ফুটবলার জুনিয়রে'র ভক্ত ছিলেন বরানগরের সমরেশ মৃধা। শখ করে তাই একমাত্র ছেলের নাম রেখেছিলেন জুনিয়র। পেশায় সফটওয়্যার ডেভলপার ছিলো জুনিয়র মৃধা।
বরাহনগরের নিম্ন মধ্যবিত্ত বাড়ির জুনিয়র প্রেমে পড়েন মুনমুন-এর সঙ্গে।  মুনমুন আসলে প্রিয়াঙ্কা চৌধুরী। পরে জুনিয়র জানতে পারেন মুনমুন আসলে বিবাহিত। ভাল নাম প্রিয়াঙ্কা চৌধুরী। মোহনবাগান প্রাক্তন কর্তা বলরাম চৌধুরী'র পুত্রবধূ ছিল প্রিয়াঙ্কা। প্রেমের টানে সম্পর্ক এগোতে থাকে । ২০১১ সালের ১২ জুলাই রাত সাড়ে আটটার পর নিজের বাইক নিয়ে বেরিয়ে যায় জুনিয়র। তাড়াহুড়ো দেখিয়ে  বাড়িতে জানিয়ে যায় সে,মুনমুন সঙ্গে দেখা করতে যাচ্ছে । ওইদিনই জুনিয়র মৃধার মৃতদেহ উদ্ধার হয়।
advertisement
advertisement
বরাহনগর থানায় এফআইআর হয় ১৩ জুলাই ২০১১। এরপর সিআইডি তদন্ত হাতে নেয় ২০১৭ সালে।  সল্টলেকের মুনমুনদের বাড়ির কাছের সিসিটিভি ফুটেজে দেখা যায় জুনিয়র মৃধা বাইক নিয়ে ঢুকছেন। কিন্তু কখন তিনি ওই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন তার কোন ফুটেজ পায়নি পুলিশ । মোহনবাগানের প্রাক্তন কর্তা বলরাম চৌধুরীও ডিভিশন বেঞ্চে আপীল করেন ৷ রাজ্য ও মোহনবাগান কর্তার আপীল এদিন একসঙ্গে শোনে আদালত ৷
advertisement
সমরেশ মৃধার আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়ের বলেন,"অভিযুক্তরা নার্কো টেস্টে স্বীকার করে নেয় তারা মিথ্যে তথ্য দিয়েছে। যদিও লাই ডিটেক্টর টেস্টে অভিযুক্তরা হাত ফসকে বেড়িয়ে যায়। রহস্যভেদের প্রয়োজনেই সিবিআই সওয়াল  করি আদালতে।" সিআইডি জুনিয়র খুনের চার্জশিট দেয় আদালতে। বুলেট বিদ্ধ হয়ে খুন হয়েছে জুনিয়র চার্জশিটে জানায় সিআইডি। তবে খুনিদের হদিশ দিতে ব্যর্থ হয় সিআইডি। আর তাই জুন ২০১৯  সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশে সিলমোহর দিল।
advertisement
ARNAB HAZRA
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বরাহনগরের জুনিয়র মৃধা খুনের রহস্যভেদে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্ট ডিভিশন বেঞ্চের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement