CID: ভুল তথ্য দিয়ে বড়সড় বিপদের মুখে CID, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি হাইকোর্টের!    

Last Updated:

CID: হাইকোর্টে পেশ হওয়া রেজিস্ট্রার জেনারেল বিভাগের তথ্য অনুযায়ী, ২৭২৬৭ মামলার চার্জশিট সময়ে দেওয়া যায়নি। কিন্তু সিআইডি-র তথ্য বলছে তা অনেক কম।

#কলকাতা: কলকাতা হাইকোর্টে বিপাকে CID, একইসঙ্গে বিড়ম্বনায় রাজ্য সরকার। সদ্য কলকাতা হাইকোর্টে একটি স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার প্রেক্ষিতে জমা পড়ে চাঞ্চল্যকর চার্জশিট। আর সেই চার্জশিটের তথ্য নিয়েই অস্বস্তিতে রাজ্য। হাইকোর্টে পেশ হওয়া রেজিস্ট্রার জেনারেল বিভাগের তথ্য অনুযায়ী, ২৭২৬৭ মামলার চার্জশিট সময়ে দেওয়া যায়নি।     রাজ্যের জনসংখ্যা ৯ কোটি ২৫ লক্ষ ধরে নেওয়া হলে হিসেবটা দাঁড়ায় প্রায় ৩৪০০ জন পিছু ১টি 'চার্জশিট'। এই চার্জশিট আসলে সময়ে ফাইল করতে পারেনি পুলিশ এবং তা বিভিন্ন প্রতিবন্ধকতায়।
২৭২৬৭ চার্জশিট বিধিবদ্ধ সময়সীমার মধ্যে দিতেই পারেনি পুলিশ। এরমধ্যে ভারতীয় দণ্ডবিধির ১২১ অর্থাৎ  রাষ্ট্রদোহিতা এছাড়া অপহরণ সহ জঘন্যতম অপরাধের চার্জশিটও আটকে রয়েছে  অসংখ্য। অনেক মামলার চার্জশিট হয়নি ১২ বছরেও। এমন তথ্যে বেজায় ক্ষুব্ধ কোলকাতা হাইকোর্টে-র ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ডিভিশন বেঞ্চ। অ্যাডভোকেট জেনারেলের সওয়ালেও চিঁড়ে ভেজেনি। তাই আদালত বান্ধব নিযুক্ত করলো হাইকোর্ট। আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়কে আদালত বান্ধব নিযুক্ত করা হয়েছে। ভুল তথ্য দিয়ে হাইকোর্টকে বিপথে চালিত করে বিপাকে CID। সিআইডি'র দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হঁশিয়ারি দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।
advertisement
১০ অগাস্ট পদক্ষেপ কী তা জানাবে হাইকোর্ট। ওইদিনই মামলার পরবর্তী শুনানি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ডিভিশন বেঞ্চে।     সিআইডি আদালতে জানায় রাজ্যে চার্জশিট ফাইল না হওয়া মামলা ৯৯৯। অথচ রাজ্যের সব জেলার আদালতের রিপোর্টে উঠে আসে সঠিক তথ্য ২৭২৬৭। যদিও রাজ্যের যুক্তি, মামলাগুলির চার্জশিট দিতে না পারার কারণ একাধিক। বিভিন্ন ল্যাবরেটরির রিপোর্ট না এসে পৌঁছানো, অনুমতির অপেক্ষায় কিছু চার্জশিট, বিশেষজ্ঞ পরামর্শের কারণে আটকে অনেক চার্জশিট। আবার অনেক অভিযুক্ত গ্রেফতার না হওয়াও কারণ হিসেবে দেখানো হয়েছে। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে একটি জামিনের মামলার প্রেক্ষিতে প্রথমে বিষয়টি নিয়ে নড়াচড়া হয়। তথ্য চাইতেই উঠে আসে চাঞ্চল্যকর চার্জশিট তথ্য। ১০-১২ বছরেও কেন পেশ হবেনা জঘন্যতম অপরাধের চার্জশিট ! এই প্রশ্নটাই  কঠোর হতে বাধ্য করেছে হাই কোর্টকে, অন্তত নির্দেশনামা সেই তথ্যই বলছে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
CID: ভুল তথ্য দিয়ে বড়সড় বিপদের মুখে CID, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি হাইকোর্টের!    
Next Article
advertisement
Kuldeep Singh Sengar Bail Update: উন্নাও ধর্ষণ মামলায় সেঙ্গারের জামিনের বিরোধিতা, সুপ্রিম কোর্টে গেল সিবিআই!
উন্নাও ধর্ষণ মামলায় কুলদীপ সেঙ্গারের জামিনের বিরোধিতা, সুপ্রিম কোর্টে গেল সিবিআই!
  • উন্নাও ধর্ষণ মামলায় কুলদীপ সেঙ্গারের জামিনের বিরোধিতা৷

  • সুপ্রিম কোর্টে মামলা করল সিবিআই৷

  • দিল্লি হাইকোর্ট থেকে জামিন পান প্রাক্তন বিজেপি বিধায়ক৷

VIEW MORE
advertisement
advertisement