‘ভোটের ৭ দিন আগে চাওয়ার কথা, কমিশন কেন চাইছে ১ বছর আগে?’, বুথ এজেন্টদের নাম চাইতেই হাইকোর্টে তৃণমূল, কী জানাল আদালত
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
ভোটের ১ বছর আগে কেন BLA (বুথ লেভেল এজেন্ট) নাম প্রকাশ? ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের (DM) সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা তৃণমূল কংগ্রেসের।
কলকাতা: রাজ্যে SIR নিয়ে সিঁদুরে মেঘ দেখছে রাজনৈতিক দলগুলি। BLA নিযুক্ত করনের নোটিস আসতেই, ফের কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মামলা। ভোটের ১ বছর আগে কেন BLA (বুথ লেভেল এজেন্ট) নাম প্রকাশ? ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের (DM) সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা তৃণমূল কংগ্রেসের।
বিচারপতি অমৃতা সিনহা বেঞ্চে মামলা করল রাজ্যের শাসক দল। এই মামলায় দ্রুত শুনানির প্রয়োজন নেই, জানাল আদালত। নির্বাচন কমিশন জানিয়েছে শীঘ্রই রাজ্যে SIR কার্যকর হবে। সূত্রের খবর, জেলাশাসকরা রাজনৈতিক দলগুলিকে নোটিস দিয়েছে বুথ লেভেল এজেন্টদের নাম দেওয়ার জন্য।
advertisement
advertisement
এ প্রসঙ্গে আদালতে মামলাকারী আইনজীবী অর্ক নাগ জানান, ‘‘BLA সাধারণত ভোট গ্রহণ দিনের ৭ দিন আগে চাওয়া হয়। কমিশন চাইছে ভোটের ১ বছর আগেই বুথ এজেন্ট দের নাম প্রকাশ করে দিতে৷। জনপ্রতিনিধি আইনের বাইরে গিয়ে এই কাজ করা হচ্ছে। রাজনৈতিক দলগুলি কে তাদের BLA-দের নাম জানাতে বলছে।’’
advertisement
বিচারপতি অমৃতা সিনহা জানান, ‘‘এখানে গোপনীয়তা কোথায় জড়িয়ে রয়েছে? এটা শুধু মামলাকারী তৃণমূল কংগ্রেসের জন্য নয় সমস্ত রাজনৈতিক দলের জন্যই প্রযোজ্য।’’ আইনজীবী অর্ক নাগ জানান, ‘‘আমরা আমাদের সমস্যার কথা জানাচ্ছি আদালত কে। বাকিরা হয়ত তা মেনে নিচ্ছে।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 18, 2025 2:07 PM IST