Kolkata Cafe: শহরের ক্যাফেতে মজার দিন কাটল খুদেদের, শিশুদিবসে ম্যাজিক দেখা, খাওয়াদাওয়া 'এগসপ্রেসো'তে

Last Updated:

Kolkata Cafe: একসঙ্গে বসে ক্যাফের সুন্দর পরিবেশে খাওয়া দাওয়ার করল খুদেরা। পাশাপাশি একাধিক মজাদার খেলাধুলো, ম্যাজিক, আঁকাবুকি করার সুযোগ করে দেওয়া হল তাদের।

শহরের ক্যাফেতে মজায় কাটল খুদেদের, শিশুদিবসে ম্যাজিক দেখা, খাওয়াদাওয়া এগসপ্রেসোতে
শহরের ক্যাফেতে মজায় কাটল খুদেদের, শিশুদিবসে ম্যাজিক দেখা, খাওয়াদাওয়া এগসপ্রেসোতে
কলকাতা: শিশুদিবসে বড় উদ্যোগ ‘ক্যাফে দ্য এগসপ্রেসো’র। ‘মুক্তি রিহ্যাবিলিটেশন’-এর যৌথ ভাবে শিশুদের নিয়ে দিনটি উদযাপন করা হল। একসঙ্গে বসে ক্যাফের সুন্দর পরিবেশে খাওয়া দাওয়ার করল খুদেরা। পাশাপাশি একাধিক মজাদার খেলাধুলো, ম্যাজিক, আঁকাবুকি করার সুযোগ করে দেওয়া হল তাদের। শিশুদের অধিকারকে গুরুত্ব দেওয়ার বিষয়ে নিষ্ঠাবান কলকাতার এই ক্যাফে।
ক্যাফের কর্ণধারদের মধ্যে একজন, প্রদীপ্তা চট্টোপাধ্যায় এই অনুষ্ঠান সম্পর্কে বললেন, “শিশু দিবসে আমরা শিশুদের অধিকার, শিক্ষা এবং কল্যাণ সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই অনুষ্ঠানের আয়োজন করেছি। প্রতিটি শিশুই বিশেষ এবং অনন্য। তাদের একটি উন্নত জীবন উপহার দিতে, তাদের শৈশবকে স্মরণীয় করে তুলতেই এই উদ্যোগ। শিশুরা বাগানে ফুটে থাকা ফুলের কুঁড়ির মতো। তাদের যত্ন সহকারে এবং ভালবেসে লালন-পালন করা উচিত। কারণ তারা আগামী দিনের ভবিষ্যত এবং দেশের নাগরিক। এই বিশেষ দিনটির জন্য সকল শিশুদের আন্তরিক শুভেচ্ছা জানাই।’’
advertisement
advertisement
ক্যাফের ঠিকানাও শহরের ক্রিমে। সাদার্ন এভিনিউয়ের বাইলেনে, লেক মল থেকে হাঁটা দূরত্বে। ডিমের নানা ধরনের ডিশ পাওয়া যায়। এছাড়াও তাদের মেনু বেশ নজরকাড়া। ক্যাফের পরিবেশ খুবই আরামদায়ক। কর্মীরাও বেশ বন্ধুত্বপূর্ণ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Cafe: শহরের ক্যাফেতে মজার দিন কাটল খুদেদের, শিশুদিবসে ম্যাজিক দেখা, খাওয়াদাওয়া 'এগসপ্রেসো'তে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement