নাগরিকত্ব আইনের প্রতিবাদে গন্ডগোল, শান্তি বজায় রাখার বার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
শান্তি বজায় রাখার বার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। প্রতিবাদের নামে হিংসা মানা যায় না। বার্তা রাজ্যপালের।
#কলকাতা: নাগরিকত্ব বিলের প্রতিবাদে অবরোধ-বিক্ষোভ-ভাঙচুর। শান্তি বজায় রাখার বার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। প্রতিবাদের নামে রাজ্যে গন্ডগোল হচ্ছে বলে মন্তব্য রাজ্যপালের। রাজ্যে গন্ডগোলে দুঃখিত বলেও জানান তিনি। শপথবাক্য মানা উচিত মুখ্যমন্ত্রীর। এমনটাও মন্তব্য করেন তিনি। রাজ্যপাল হিসেবে কর্তব্য পালন করব। সংবিধান ও আইন রক্ষা করব। নাগরিকত্ব সংশোধনী বিল এখন আইন হয়ে গিয়েছে। তাই আইনকে সম্মান জানানো উচিত।
.@MamataOfficial. Distressed and pained at events unfolding in the State. Chief Minister as per oath has to ‘bear true faith and allegiance to the Constitution of India..’ and I as Governor will ‘to the best of my ability preserve, protect and defend the Constitution and the law’
— Jagdeep Dhankhar (@jdhankhar1) December 14, 2019
advertisement
advertisement
উত্তর-পূর্বের অশান্তির আঁচ এরাজ্যেও। নাগরিকত্ব আইনের বিরোধিতায় বিক্ষোভ ছড়িয়ে পড়ল বেশ কয়েকটি জেলায়। নতুন আইনের প্রতিবাদে উত্তাল মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ২৪ পরগণার মতো বেশ কয়েকটি জেলা। উলুবেড়িয়া, খড়দার মতো অনেক এলাতেই বিক্ষোভে থমকে গেল জনজীবন।
বেলডাঙ্গা স্টেশনে আগুন লাগান বিক্ষোভকারীরা। স্টেশনে ভাঙচুর চলে। বেলডাঙার বড়ুয়া মোড়েও বিক্ষোভ। পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ চলে।
advertisement
নাগরিকত্ব আইনের বিরোধিতায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়। ভাখুরি মোড়ে জমায়েত থেকে ক্রমশ ছড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। নাগরিক মঞ্চের ব্যানারে বিক্ষোভ চলে।
রঘুনাথগঞ্জেও রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভে সামিল হয় মানুষ। রেজিনগর ও ডোমকলেও বিক্ষোভ হয়েছে।
বিক্ষোভের জেরে আরামবাগ-কলকাতা রাজ্য সড়কে তীব্র যানজট দেখা দেয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 14, 2019 10:43 AM IST