CAA: লোকসভা ভোটের আগেই বাংলায় CAA? বিজেপির সব নেতাই বলছেন, 'কনফার্ম'!

Last Updated:

CAA: নাগরিকত্ব সংশোধনী আইন। এই আইন তৈরি হয়েছে ২০১৯ সালে। লোকসভা ভোটের পরে। তারপর চার বছর কেটে গিয়েছে।

ভোটের আগেই সিএএ
ভোটের আগেই সিএএ
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: লোকসভা ভোটের আগে ফের সিএএ অস্ত্রে শান। বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তুদের বড় অংশ মতুয়া। তাদের দীর্ঘদিনের দাবি নাগরিকত্ব। পশ্চিমবঙ্গে বিজেপির মতুয়া মুখ শান্তনু ঠাকুর। তাঁর গলাতেও এখন সিএএ গ্যারান্টি। তবে শুধুমাত্র শান্তনুই নন, বঙ্গ পদ্ম শিবিরের সব নেতাই বলছে, সিএএ হবেই। লোকসভা ভোটের আগেই সিএএ? এই প্রশ্নের উত্তরেও তাদের জবাব, ‘ হ্যাঁ।’
সিএএ। নাগরিকত্ব সংশোধনী আইন। এই আইন তৈরি হয়েছে ২০১৯ সালে। লোকসভা ভোটের পরে। তারপর চার বছর কেটে গিয়েছে। এবার ২০২৪। ফের একটা লোকসভা ভোট। তার আগে আবার সিএএ নিয়ে এখন রাজনীতির হাওয়া গরম। রাজ্যে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। একসময় ছিল বামেদের বড় ভরসা। তারপর তৃণমূল। উনিশের লোকসভা ভোটে অবশ্য মতুয়াদের বড় অংশ বিজেপিকে সমর্থন করে। মতুয়া প্রভাবিত রাণাঘাট এবং বনগাঁ লোকসভা আসনে জেতে বিজেপি।
advertisement
advertisement
একুশের বিধানসভা ভোটের নিরিখেও এই দুই লোকসভা কেন্দ্রে এগিয়ে ছিল বিজেপি। রাজ্যের প্রায় ৮৩ টি বিধানসভা আসন মতুয়া প্রভাবিত।
একুশের বিধানসভা নির্বাচনে এর মধ্যে ৩০টি আসন জেতে বিজেপি। বাকি তিপান্নটি তৃণমূল। রাজ্যে বিজেপির প্রাপ্ত আসনের প্রায় ৩৯% মতুয়া প্রভাবিত।
advertisement
পর্যবেক্ষদের একাংশের মতে, চব্বিশেও এই মতুয়া সমর্থন ধরে রাখতে বিজেপি মরিয়া। তাই আবারও তাদের মুখে সিএএ।’ কয়েকদিন আগেই বঙ্গ সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে কার্যত চ্যালেঞ্জের সুরে বলেন, ‘সিএএ কার্যকর হবেই। কেউ আটকাতে পারবে না।’
বাংলা খবর/ খবর/কলকাতা/
CAA: লোকসভা ভোটের আগেই বাংলায় CAA? বিজেপির সব নেতাই বলছেন, 'কনফার্ম'!
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement