Babughat Busstand: নির্দেশ দেওয়াই সার, বাবুঘাট থেকে এখনও সরল না বাসস্ট্যান্ড
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Babughat Busstand: আগামী ২৭ তারিখ বাস মালিকদের সাথে বাস স্ট্যান্ড নিয়ে বৈঠক করতে পারে পরিবহণ দফতর।
কলকাতা : বাবুঘাট থেকে বাসস্ট্যান্ড সরানোর ক্ষেত্রে বেঁকে বসল বেসরকারি বাসমালিকদের সংগঠন। একাধিক বিষয়ে বাস্তব পরিস্থিতির সঙ্গে মিল নেই বলেই দাবি বাস মালিক সংগঠনের। তাঁদের বক্তব্য, ‘বাসস্ট্যান্ড সরাও’ বললেই এত অল্প সময়ে সরানো যায় না। সাঁতরাগাছি বাসস্ট্যান্ডের জন্য সে ধরনের পরিকাঠামো নেই বলেই অভিযোগ তাঁদের। দ্বিতীয়ত তাদের বক্তব্য, বাস সাঁতরাগাছি থেকে বাবুঘাট পর্যন্ত চালাতে গেলে নতুন পারমিট ইস্যু করতে হবে। সেটা আগে করা হোক। তৃতীয়ত, জ্বালানির অস্বাভাবিক মূল্য বেড়ে যাওয়ার জন্য সাঁতরাগাছি থেকে বাবুঘাট পর্যন্ত বাস চালিয়ে অন্য রুটের সঙ্গে প্রতিযোগিতায় নেমে কেউ লাভজনক হবেন না।
অন্যদিকে তাঁদের বক্তব্য বাবুঘাট থেকে বর্তমানে যে সমস্ত দূরপাল্লার বাস ছাড়ে তাদের যাত্রীদের পক্ষে সাঁতরাগাছি গিয়ে বাস ধরতে যাওয়া সম্ভব নয়। সেখান থেকে কলকাতায় আসাও সম্ভব নয়। তাই আবেদন, পরিবহণ দফতর স্বল্প দূরত্বের পরিবহণ রাখুক।
আরও পড়ুন : পাখির স্নান থেকে ফুলের গান, এই টিপসে গরমেও শুকিয়ে যাবে না আপনার সাজানো বাগান
গত ১১ এপ্রিল বাবুঘাট থেকে পাকাপাকি ভাবে বাসস্ট্যান্ড সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় রাজ্য পরিবহণ দফতর৷ ওই নির্দেশিকা অনুযায়ী, ১৪ দিনের মধ্যে বাবুঘাট থেকে বাসস্ট্যান্ড সরিয়ে হাওড়ার সাঁতরাগাছিতে নিতে হবে৷ কিন্তু আপাতত না সরে যাওয়ায় স্থির হয়েছেন বাসমালিকরা ৷ আগামী ২৭ এপ্রিল ফের বাসমালিকদের নিয়ে বৈঠকে বসবে রাজ্য পরিবহণ দফতর। সাঁতরাগাছিতে অনেক দিন ধরেই বাস টার্মিনাস তৈরি হয়ে পড়ে রয়েছে৷ পরিবেশ সংক্রান্ত একাধিক মামলায় বাবুঘাট থেকে বাসস্ট্যান্ড সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত৷ ময়দান, ভিক্টোরিয়া মেমোরিয়ালে দূষণের জন্যও বাবুঘাটের এই বাসস্ট্যান্ডকেই দায়ী করা হয়৷ বাসস্ট্যান্ড থাকায় বাবুঘাট চত্বর নোংরাও হচ্ছে বলে দীর্ঘদিনের অভিযোগ৷
advertisement
advertisement
আরও পড়ুন : পর্যটনের নতুন আকর্ষণ! এবার এই নিষিদ্ধ আনন্দও আইনসিদ্ধ হতে চলেছে মেঘালয়ে
এই মুহূর্তে বাবুঘাট থেকে মূলত দূরপাল্লার বাসগুলি ছাড়ে৷ এ ছাড়াও কলকাতা থেকে শহরতলিতে যাতায়াতকারী কিছু বেসরকারি বাসও বাবুঘাট থেকে ছাড়ে৷ পরিবহণ দফতরের নির্দেশ অনুযায়ী, ১৪ দিনের মধ্যে এই সব বাসকেই সাঁতরাগাছিতে সরে যেতে হবে৷ জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, বেঙ্গল বাস সিন্ডিকেট, বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের মতো একাধিক সংগঠনকে পরিবহণ দফতরের তরফে নির্দেশিকা পাঠানো হয়েছে৷ অতীতেও বাসস্ট্যান্ড সরানোর তোড়জোড় হলেও শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি৷ পরিবহণ দফতরের এ বারের নির্দেশের পর শেষ পর্যন্ত তা কার্যকর হয় কি না, সেটাই দেখার৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 26, 2022 8:46 AM IST