পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির জের, আজ থেকে প্রতিস্তরে এক টাকা করে বাড়ল বাস ভাড়া

Last Updated:

আজ থেকে বাড়ল বাস ভাড়া ৷ বাসের ন্যূনতম ভাড়া হতে চলেছে ৭ টাকা ৷ মিনিবাসের ন্যূনতম ভাড়া বেড়ে দাঁড়াল ৮ টাকা ৷ প্রতি স্তরে এক টাকা করে বাড়ল ভাড়া ৷

#কলকাতা:  আজ থেকে বাড়ল বাস ভাড়া ৷ বাসের ন্যূনতম ভাড়া হতে চলেছে ৭ টাকা ৷ মিনিবাসের ন্যূনতম ভাড়া  বেড়ে দাঁড়াল ৮ টাকা  ৷ প্রতি স্তরে এক টাকা করে বাড়ল ভাড়া ৷
গত সোমবারই বাস ভাড়া বাড়ানো নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল পরিবহণ দফতর ৷ সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪ কিলোমিটার পর্যন্ত বাস ভাড়া ৭টাকা। ৪ থেকে ১২ কিলোমিটার পর্যন্ত বাসের ভাড়া হবে ৯ টাকা। ১২ থেকে ১৬ কিলোমিটার পর্যন্ত বাস ভাড়া ১০ টাকা হচ্ছে। ১৬থেকে ২০ কিলোমিটার পর্যন্ত ভাড়া হচ্ছে ১১ টাকা। ২০ থেকে ২৪ কিলোমিটার পর্যন্ত বাস ভাড়া হবে ১২ টাকা। ২৪ কিলোমিটারের পর প্রতি ৪ কিলোমিটারে বাড়বে ১ টাকা করে।
advertisement
মিনি বাসের ক্ষেত্রে নূন্যতম বাস ভাড়া হচ্ছে ৮ টাকা। প্রথম তিন কিলোমিটার এই ভাড়াতেই যাওয়া যাবে। ৩ থেকে ৬ কিলোমিটার মিনিবাসের ভাড়া হবে ৯ টাকা। ৬-১০ কিলোমিটারে ১০ টাকা। ১৬ কিমি পর্যন্ত যেতে লাগবে ১১টাকা। ১৬ কিমির পর প্রতি ৩ কিমিতে বাড়বে ১টাকা করে।
advertisement
ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে বহুদিন ধরেই বাস ভাড়া বাড়ানোর দাবি করে আসছিলেন বাস মালিকেরা ৷ সম্প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জেরে ভাড়া বাড়ানোর দাবি না মানা হলে ৭ জুন থেকে বাস ধর্মঘটের হুমকি দিয়েছিলেন বাসমালিক সংগঠনগুলি ৷ বাসমালিকদের দাবি মেনে নবান্নে বৈঠকে করেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী ৷ বহু আলাপ আলোচনার পর সব স্তরে ও সব বাসের ভাড়া এক টাকা করে বৃদ্ধির প্রস্তাবে সায় দিয়েছিলেন পরিবহণমন্ত্রক ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির জের, আজ থেকে প্রতিস্তরে এক টাকা করে বাড়ল বাস ভাড়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement