বাইকের সঙ্গে সংঘর্ষ, মুহূর্তে আগুন ধরে গেল যাত্রী ভর্তি বাসে! ভিআইপি রোডে আতঙ্ক

Last Updated:

কেষ্টপুর মোড়ের কাছে একটি বাইকের পিছনে সেটি ধাক্কা মারে৷ যার জেরে ছিটকে পড়েন বাইক আরোহী, বাসের নীচে ঢুকে যায় বাইকটি৷

#কলকাতা: ব্যস্ত অফিস টাইমে ভিআইপি রোডে আতঙ্ক৷ বাইকের সঙ্গে সংঘর্ষের পর মুহূর্তে আগুন লেগে গেল যাত্রী ভর্তি বাসে৷ বাস থেকে নামার জন্য যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়৷ যাত্রীরা কোনওক্রমে নেমে আসতে পারলেও আগুনে ভষ্মীভূত হয়ে যায় গোটা বাসটি৷ পুড়ে যায় বাইকটিও৷ গুরুতর আহত বাইক আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
এ দিন সকালে এয়ারপোর্টের দিক থেকে উল্টোডাঙার দিকে যাচ্ছিল বারাসত বারুইপুর রুটের একটি বেসরকারি বাস৷ অভিযোগ, কেষ্টপুর মোড়ের কাছে একটি বাইকের পিছনে সেটি ধাক্কা মারে৷ যার জেরে ছিটকে পড়েন বাইক আরোহী, বাসের নীচে ঢুকে যায় বাইকটি৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এর পরই মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ধরে যায়৷ আগুন লেগেছে বুঝতে পেরেই প্রাণ বাঁচাতে দ্রুত নেমে আসার চেষ্টা করেন যাত্রীরা৷ সব যাত্রী নিরাপদে নেমে আসতে পারলেও গোটা বাসটিকে গ্রাস করে আগুন৷ ভষ্মীভূত হয়ে যায় বাসটি৷ বাসের নীচে থাকা বাইকটি সম্পুর্ণ পুড়ে যায়৷
advertisement
পুলিশের অনুমান, বাসের নীচে বাইকটি ঢুকে যাওয়ার পর সেটির অয়েল ট্যাঙ্ক লিক করে তেল বেরিয়ে আসে৷ সেখানে থেকেই সংঘর্ষের অভিঘাতে কোনও ভাবে আগুন লেগে যায় বাসটিতে৷ এই দুর্ঘটনায় গুরুতর আহত হন বাইক আরোহী৷ তাঁকে উদ্ধার করে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনার জেরে ব্যস্ত সময়ে ভিআইপি রোডে যানজট তৈরি হয়৷
advertisement
advertisement
কেষ্টপুরের কাছে বাইকের সঙ্গে সংঘর্ষের পর যাত্রী ভর্তি বাসে আচমকাই আগুন লেগে৷ মুহূর্তেই গোটা বাসে আগুন ছড়িয়ে পড়ে৷
Anup Chakraborty
বাংলা খবর/ খবর/কলকাতা/
বাইকের সঙ্গে সংঘর্ষ, মুহূর্তে আগুন ধরে গেল যাত্রী ভর্তি বাসে! ভিআইপি রোডে আতঙ্ক
Next Article
advertisement
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মিজোরামের আইজলে ৯,০০০ কোটি টাকারও অধিক মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

VIEW MORE
advertisement
advertisement