বাইকের সঙ্গে সংঘর্ষ, মুহূর্তে আগুন ধরে গেল যাত্রী ভর্তি বাসে! ভিআইপি রোডে আতঙ্ক

Last Updated:

কেষ্টপুর মোড়ের কাছে একটি বাইকের পিছনে সেটি ধাক্কা মারে৷ যার জেরে ছিটকে পড়েন বাইক আরোহী, বাসের নীচে ঢুকে যায় বাইকটি৷

#কলকাতা: ব্যস্ত অফিস টাইমে ভিআইপি রোডে আতঙ্ক৷ বাইকের সঙ্গে সংঘর্ষের পর মুহূর্তে আগুন লেগে গেল যাত্রী ভর্তি বাসে৷ বাস থেকে নামার জন্য যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়৷ যাত্রীরা কোনওক্রমে নেমে আসতে পারলেও আগুনে ভষ্মীভূত হয়ে যায় গোটা বাসটি৷ পুড়ে যায় বাইকটিও৷ গুরুতর আহত বাইক আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
এ দিন সকালে এয়ারপোর্টের দিক থেকে উল্টোডাঙার দিকে যাচ্ছিল বারাসত বারুইপুর রুটের একটি বেসরকারি বাস৷ অভিযোগ, কেষ্টপুর মোড়ের কাছে একটি বাইকের পিছনে সেটি ধাক্কা মারে৷ যার জেরে ছিটকে পড়েন বাইক আরোহী, বাসের নীচে ঢুকে যায় বাইকটি৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এর পরই মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ধরে যায়৷ আগুন লেগেছে বুঝতে পেরেই প্রাণ বাঁচাতে দ্রুত নেমে আসার চেষ্টা করেন যাত্রীরা৷ সব যাত্রী নিরাপদে নেমে আসতে পারলেও গোটা বাসটিকে গ্রাস করে আগুন৷ ভষ্মীভূত হয়ে যায় বাসটি৷ বাসের নীচে থাকা বাইকটি সম্পুর্ণ পুড়ে যায়৷
advertisement
পুলিশের অনুমান, বাসের নীচে বাইকটি ঢুকে যাওয়ার পর সেটির অয়েল ট্যাঙ্ক লিক করে তেল বেরিয়ে আসে৷ সেখানে থেকেই সংঘর্ষের অভিঘাতে কোনও ভাবে আগুন লেগে যায় বাসটিতে৷ এই দুর্ঘটনায় গুরুতর আহত হন বাইক আরোহী৷ তাঁকে উদ্ধার করে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনার জেরে ব্যস্ত সময়ে ভিআইপি রোডে যানজট তৈরি হয়৷
advertisement
advertisement
কেষ্টপুরের কাছে বাইকের সঙ্গে সংঘর্ষের পর যাত্রী ভর্তি বাসে আচমকাই আগুন লেগে৷ মুহূর্তেই গোটা বাসে আগুন ছড়িয়ে পড়ে৷
Anup Chakraborty
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বাইকের সঙ্গে সংঘর্ষ, মুহূর্তে আগুন ধরে গেল যাত্রী ভর্তি বাসে! ভিআইপি রোডে আতঙ্ক
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement