করোনায় আক্রান্ত হওয়ার ভয়, বাস ছেড়ে পালাচ্ছেন বাস চালক ও কন্ডাক্টর   

Last Updated:

গত ১লা জুলাই থেকে রাস্তায় নেমেছে বিভিন্ন সংগঠনের বেসরকারি বাস। এরই মধ্যে ৯ জুলাই ঘোষণা করা হয়, ফের কিছু কিছু জায়গায় লকডাউন পালন হবে।

#কলকাতা: করোনার ভয়ে বাস ছেড়ে পালাচ্ছেন বাস চালক ও কন্ডাক্টররা। ইতিমধ্যেই একাধিক রুটের বাস কর্মীরা মালিকের কাছে বা স্টার্টারের কাছে চাবি জমা দিয়ে বাড়ি চলে গেছেন। বাস চালক ও কন্ডাক্টরদের বক্তব্য, পেটের টানে কাজ অবশ্যই করতে হয়। কিন্তু দিনের শেষে তাদের পরিবার ও জীবন রয়েছে ফলে আপাতত তারা কাজে যোগ দিতে চান না। সব মিলিয়ে করোনার ভয়ে তটস্থ বাস চালক ও কন্ডাক্টররা। যার জেরে কমছে কলকাতায় বেসরকারি বাস।
গত ১লা জুলাই থেকে রাস্তায় নেমেছে বিভিন্ন সংগঠনের বেসরকারি বাস। এরই মধ্যে ৯ জুলাই ঘোষণা করা হয়, ফের কিছু কিছু জায়গায় লকডাউন পালন হবে। কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়। এর ফলে ফের ভয় পেতে শুরু করেন বাস কর্মীরা। যার জেরে অনেকেই কাজ করতে আগ্রহী নন। বিশেষ করে বাগনান থেকে ধর্মতলা, বারাসত থেকে ধর্মতলা, হাবরা থেকে ধর্মতলা এই সব রুটের বাস চালকরা বাসের চাবি স্টার্টাটের কাছে জমা দিয়ে চলে গেছেন। মালিকরা ফোন করলেও কোনও ফোন ধরছেন না তারা। বাসের কন্ডাকটর সোমনাথ ভৌমিক।
advertisement
বাগনানের এই বাসিন্দা ১৮ বছর ধরে এর সাথে যুক্ত। তিনি জানাচ্ছেন, "পেটের টান অবশ্যই আছে। কিন্তু আগে তো নিজের জীবন। সেটা না বাঁচলে কি করে চলবে? আমার বাড়ি থেকে জানিয়ে দিয়েছে ফিরে আসতে। আমি চলে যাচ্ছি।" বারাসাতে বাড়ি সুনীল মান্নার। ২৬ বছর ধরে বাস চালান। তিনি বলছেন, "পেটের টানে এই কাজ করতে হয়। কিন্তু এখন আর নয়। আমার বাড়ি আমাকে ফিরে যেতে বলেছে। আমি চলে যাচ্ছি।" বাস কর্মীদের এই সিদ্ধান্তে অবাক নন বাস মালিকরা। বাস মালিক শৈবাল ভট্টাচার্য বলছেন, "এই অবস্থায় কি করে আটকে রাখব? প্রত্যেকের জীবনের মুল্য আছে। আমরা দু'একবার বোঝাতে পারি মাত্র।"
advertisement
advertisement
বাস কর্মীদের এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন বাস মালিকরা। কর্মীরা কাজে যোগ না দেওয়ায় কলকাতায় বাসের সংখ্যা এক ধাক্কায় ৪৫০০ থেকে কমে দাঁড়িয়েছে ১২০০ থেকে ১৪০০ কাছাকাছি। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দোপাধ্যায়ের দাবি, "চালক ও কন্ডাক্টররা এতটাই ভয় পেয়ে আছেন যে তাদের দিয়ে আর ডিউটি করানো যাচ্ছে না। চাবি ফেলে রেখে চলে গেছেন তারা। মাস্ক বা স্যানিটাইজার না হয় আমরা দিলাম। কিন্তু যাত্রীদের থেকে সংক্রমণ হবে না এমন দাবি করব কি করে? তাই ওরা ওদের সিদ্ধান্ত নিক।" বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চ্যাটার্জি জানিয়েছেন, "যবে থেকে কন্টেনমেন্ট জোন আবার নতুন করে ঘোষণা করা হল, তবে থেকেই ওনারা ভয় পাচ্ছেন। ভয়ের আর একটা কারণ হল, লকডাউন হলে যদি বাড়ি ফিরতে না পারা যায় সেটা।" ফলে করোনার ভয়ে বাস চালানো বন্ধ করে দিলেন চালক-কন্ডাক্টররা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
করোনায় আক্রান্ত হওয়ার ভয়, বাস ছেড়ে পালাচ্ছেন বাস চালক ও কন্ডাক্টর   
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement