Bowbazar Building Collapse: গার্ডেনরিচের পর বৌবাজার! এ বার পুরনো বাড়ির দেওয়াল ভাঙল হুড়মুড় করে, আতঙ্ক

Last Updated:

Bowbazar Building Collapse: কী ঘটেছিল, ভেঙে পড়া বাড়িটি রামকানাই অধিকারী লেনের বাড়ি৷ বহু পুরনো শরিকের বাড়ি৷ বাড়ির দু’টি অংশ দুই শরিকের৷

কলকাতা: গার্ডেনরিচের ঘটনার কয়েকদিনের মাথায় ফের কলকাতায় ভেঙে পড়ল একটি বাড়ি৷ এ বার স্থান বৌবাজার৷ মেট্রোর কাজের সময় বৌবাজারে বাড়ি ভেঙে পড়া নিয়ে তুলকালাম হয়েছিল৷ এ বার দুর্গাপিতুরি লেনে না হলেও রামকানাই অধিকারী লেনে ভেঙে পড়ল বাড়ি৷ একটি পুরনো বাড়ির দেওয়াল আচমকাই ভেঙে পড়ে৷ স্থায়ীয় বাসিন্দাদের অভিযোগ, বেআইনি ভাবে প্রমোটারি করার ফলে এই পাঁচিল ভেঙে পড়েছে৷
কী ঘটেছিল, ভেঙে পড়া বাড়িটি রামকানাই অধিকারী লেনের বাড়ি৷ বহু পুরনো শরিকের বাড়ি৷ বাড়ির দু’টি অংশ দুই শরিকের৷ সেই শরিকের একটি অংশ ভেঙে ফেলে সেখানে নতুন করে বাড়ির করার পরিকল্পনা করা হয়৷ সেই কারণেই শুরু হয় দেওয়াল ভাঙা৷ সেই দেওয়াল ভাঙতে ভাঙতেই এ দিন বেলা এগারোটা নাগাদ হঠাৎই পাশের বাড়ির দেওয়াল ভেঙে পড়ে৷ যে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ তিন জন অসুস্থ হয়ে যায় বলে দাবি করা হয়৷ ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে হাজির হয় পুলিশ৷ হাজির হন স্থানীয় কাউন্সিলার বিশ্বরূপ দে-ও৷
advertisement
এর আগে, গার্ডেনরিচেও নির্মাণকাজ নিয়েও একাধিক প্রশ্ন উঠেছিল৷ এ বারেও সেই একই নির্মাণ নিয়ে প্রশ্ন উঠছে৷ স্থানীয়রা বলছেন, হঠাৎই থরথর করে কাঁপতে শুরু করেছিল বাড়িটি৷ খুব জোরে আওয়াজ হয়েছিল৷ স্থানীয়রা বলছেন, এই বাড়ি ভাঙা নিয়ে একাধিকবার সতর্ক করা হয়েছিল৷ কিন্তু সে কথা শোনেননি প্রমোটর৷ তারপরেই এই ঘটনা ঘটে গেল৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bowbazar Building Collapse: গার্ডেনরিচের পর বৌবাজার! এ বার পুরনো বাড়ির দেওয়াল ভাঙল হুড়মুড় করে, আতঙ্ক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement