আপাতত স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য ! কথাও বলতে পারছেন তিনি...
Last Updated:
ফুসফুসের ডান দিকে রয়েছে ইনফেকশন জানালেন চিকিৎসক বোর্ডের অন্যতম চিকিৎসক ফুয়াদ হালিম।
#কলকাতা: আপাতত স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য। আলিপুরের এক বেসরকারি হাসপাতালে আইসিসিইউতে ভর্তি রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। শুক্রবার দুপুর থেকে শ্বাসকষ্ট বাড়ে। রাত সাড়ে আটটা নাগাদ আলিপুরের এক বেসরকারি হাসপাতালের আইসিসিইউ-তে ভর্তি করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। রাখা হয় ভেন্টিলেশনে। আপাতত চিকিৎসকদের নজরদারিতে রাখা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। চলছে বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা।
তাঁর নিউমোনিয়া হয়েছে। শুক্রবার রাতেই ১ ইউনিট রক্ত দেওয়ায় হিমোগ্লোবিন বেড়েছে বুদ্ধবাবুর। তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছে ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড। তবে আপাতত স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য । নিউমোনিয়া সারতে একটু সময় লাগবে। দেওয়া হয়েছে অ্যান্টিবায়োটিক । ডাক্তাররা বলছেন বাইপ্যাপ দেওয়ায় অবস্থার উন্নতি হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যর। আজ ২ ইউনিট রক্ত দেওয়া হয়েছে । আরও ১ ইউনিট রক্ত দেওয়া হবে । তবে এখনই করা হচ্ছে না সিটি স্ক্যান । বুদ্ধবাবুর হার্টের কোনও সমস্যা নেই । তবে ফুসফুসের ডান দিকে রয়েছে ইনফেকশন জানালেন চিকিৎসক বোর্ডের অন্যতম চিকিৎসক ফুয়াদ হালিম। শরীরে অক্সিজেনের মাত্রা কমায় সমস্যা হয়েছে। বুকের এক্স রে হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। হার্টের গতিতে সামান্য সমস্যা থাকলেও বড় কিছু নেই। বুদ্ধদেব ভট্টাচার্য এখন কথা বলতে পারছেন। এবং তিনি বাড়িতে ফিরতে চাইছেন। হাসপাতালে থাকতে চাইছেন না। আপাতত তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 07, 2019 5:06 PM IST