Buddhadeb Bhattacharya's wife Mira Bhattacharya : আচমকা হাসপাতালে ভর্তি প্রাক্তন মুখ্য়মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী, কেমন আছেন মীরা?
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Written by:Onkar Sarkar
Last Updated:
পেসমেকারের ব্য়াটারি বদলের জন্য়ই হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রাক্তন মুখ্য়মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। উডল্য়ান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। তবে হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক সমস্য়া খুব গুরুতর নয়। পেসমেকারের ব্য়াটারি বদলের জন্য়ই হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
দীর্ঘ সময় ধরেই অসুস্থ মীরা ভট্টাচার্য। কোভিডে আক্রান্ত হওয়ার পরেও তিনি হাসপাতলে ভর্তি হয়েছিলেন। পরে অবশ্য় সুস্থ হয়ে ফিরে আসেন। এই মুহূর্তে ৭৩ বছর বয়সী মীরা ভট্টাচার্যের চিকিৎসায় তিন চিকিৎসকের বোর্ড রয়েছেন। হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ দীপঙ্কর মুখোপাধ্যায়, ডাঃ উদয় নারায়ণ মুখোপাধ্যায় এবং ডাঃ সুবীর সেনের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। টেম্পোরারি পেসমেকার সার্পোটে রেখে অস্ত্রোপচারের মাধ্যমে মীরাদেবীর পালস জেনারেটর বদলে ফেলা হয়েছে।
advertisement
ব্যাটারি পরিবর্তনের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অস্ত্রোপচারের পর আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 14, 2023 4:20 PM IST