Buddhadeb Bhattacharjees Sister in Law: প্রাক্তন মুখ্যমন্ত্রীর শ্যালিকার পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়! পেনশন সমস্যার ইতি?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Buddhadeb Bhattacharjees Sister in Law: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শ্যালিকা ইরা বসু জানিয়েছেন, লুম্বিনীতে তাঁকে সাহায্যের জন্য কয়েকজনকে পাঠিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
#কলকাতা: দুবছর ধরে তাঁর ঠাঁই ছিল ডানলপের ফুটপাথ। কিন্তু আসল পরিচয় প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় তাঁকে নিয়ে। তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল লুম্বিনী মানসিক হাসপাতাল। শেষমেশ নিজের ইচ্ছেতে সেই ঠিকানাও বদলে নিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শ্যালিকা (Buddhadeb Bhattacharjee's Sister in Law) ইরা বসু (Ira Basu)। দিনকয়েকের লুম্বিনী-বাসের মধ্যেই তিনি আর্জি জানিয়েছিলেন, ফিরে যেতে চান নিজের কর্মক্ষেত্রের জায়গা খড়দহে। নিজের সেই ইচ্ছের কথা লিখিতভাবেও জানান। এরপর নতুন ঠিকানায় নিজের জীবন শুরু করতে গিয়েছেন খড়দহ প্রিয়নাথ বালিকা বিদ্যালয়ের জীবনবিজ্ঞানের প্রাক্তন শিক্ষিকা। আর সেখান থেকেই ইরাদেবী জানিয়েছেন, লুম্বিনীতে তাঁকে সাহায্যের জন্য কয়েকজনকে পাঠিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
পানিহাটি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর সিপিআইএম-এর সুদীপ রায়ের বাড়িতে আপাতত আশ্রয় নিয়েছেন ইরাদেবী। এরপর থাকতে চান ভাড়া বাড়িতে। নিজের চাকরি জীবনের সঞ্চয় থেকেই বাঁচতে চান নিজের শর্তে জীবন। কিন্তু পেনশনের সমস্যা কি আর মিটবে না ইরাদেবীর? লুম্বিনী থেকে ফিরে খড়দহে বসেই ইরাদেবীর মুখে উঠে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। রীতিমতো চমক লাগিয়ে তিনি বলেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েক জনকে আমার কাছে পাঠিয়েছিলেন। তাঁরা সমস্ত তথ্য নিয়েছেন আমার থেকে। আর জানিয়েছেন, আমার পেনশনের সমস্যা দ্রুত মিটিয়ে দেবেন।'
advertisement
এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে তিনি বলেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন অনেক বড় মাপের নেতা, তিনি যখন বলছেন, তখন আমি নিশ্চয় পেনশন পাব।' কয়েকদিন আগেও ছেঁড়া পোশাকে ডানলপের পথে-ঘাটে ঘুরে বেড়াতেন ইরাদেবী। নিজেই দাবি করেছেন, স্বাভাবিক জীবনেই ফিরতে চান প্রাক্তন শিক্ষিকা। কিন্তু কারও মুখাপেক্ষী হয়ে থাকতে চান না তিনি। ফিরতে চান না সল্টলেকের বাড়িতেও। অপরদিকে, ইরাদেবীর বর্তমান আচরণ অনেকটাই স্বাভাবিক বলে করেছেন সিপিআইএম নেতা সুদীপ রায়। সংবাদমাধ্যমের সামনে ইরাদেবীর নিজস্ব কথাবার্তাও একেবারে সাবলীল এবং যুক্তিসঙ্গত।
advertisement
advertisement
শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও উঠে এসেছে ইরাদেবীর মুখে। জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য চালাচ্ছেন, তিনি সদাব্যস্ত, এমন একজন মানুষকে নিজের পেনশনের কথা বলে বিব্রত করতে চান না তিনি। একইসঙ্গে তিনি জানান, সল্টেলেকের বাড়িটি তাঁরই নামে। কিন্তু কেন ফিরে যাবেন না সেখানে? ইরাদেবীর দাবি, 'সল্টলেকের বাড়িতে থাকলে আমার প্রাণ সংশয় হত। আমাকে খুনের হুমকিও দেওয়া হয়েছে। আমার নিজের ইচ্ছেতে যদি ফের রাস্তায় থাকি, তবু কারও থেকে কোনও সাহায্য নেব না।' পরিশেষে তিনি জানান, এই জীবন একান্তই তাঁর ব্যক্তিগত পছন্দে বেছে নেওয়া, তাঁর জামাই বাবু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee's Sister in Law) কিংবা তাঁর দিদি মীরা ভট্টাচার্যের প্রতি কোনও ক্ষোভ নেই তাঁর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 17, 2021 12:16 AM IST