Buddhadeb Bhattacharjee: বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভার আয়োজন সিপিএম-এর! জানিয়ে দিল দিনক্ষণ, স্থান

Last Updated:

Buddhadeb Bhattacharjee: আগামী ২২ অগাস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভা অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভার আয়োজন সিপিএম-এর!
বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভার আয়োজন সিপিএম-এর!
কলকাতাঃ আগামী ২২ অগাস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভা অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বুধবার একথা জানিয়েছেন দলের রাজ্য সম্পাদক ও পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। এক প্রেস বিবৃতিতে সেলিম জানান, “আগামী ২২ অগাস্ট বৃহস্পতিবার বিকেল ৩টেয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সিপিআই(এম)’র পলিট ব্যুরোর প্রাক্তন সদস্য প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভা অনুষ্ঠিত হবে। স্মরণসভায় যোগ দেবেন পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও। এই উপলক্ষে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে বুদ্ধদেব ভট্টাচার্যের সংগ্রামী জীবন ও কাজ নিয়ে একটি প্রদর্শনীও করা হবে। অনুষ্ঠানে বুদ্ধদেব ভট্টাচার্যের বক্তৃতা, আবৃত্তি, সাক্ষাৎকার ইত্যাদি নিয়ে একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হবে।”
আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয়ের আজ পলিগ্রাফ টেস্ট! ফাঁস হবে বড় রহস‍্য?
তিনি আরও বলেন, ‘গত ৮ অগাস্ট প্রয়াত হয়েছেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। পরদিন কলকাতায় তাঁর মরদেহ নিয়ে শোকযাত্রায় আচার্য জগদীশচন্দ্র বসু রোড জনপ্লাবিত হয়েছিল। হাজার হাজার মানুষ শোকার্ত হৃদয়ে বহু জায়গা থেকে এসে শোকযাত্রায় অংশ নিয়েছিলেন, আমরা পার্টির পক্ষ থেকে তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। ২২ আগস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের স্মরণসভাতেও তাঁদের উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠান সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে, বুদ্ধদেব ভট্টাচার্যের অনুরাগী সবার কাছে তাতে অংশ নেওয়ার আবেদন জানানো হচ্ছে।”
advertisement
যদিও ব্রিগেড ময়দানে এই কর্মসূচি করার দাবি জানিয়েছিলেন দলের একটা বড় অংশ। এই দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচারও করা হয়েছিল। যদিও বর্ষার জন্য সেটা করা সম্ভব হয়নি বলেই দলীয় সূত্রে খবর। পরবর্তী সময়ে কলকাতা জেলা কমিটির দফতর প্রমোদ দাশগুপ্ত ভবনে এই কর্মসূচি করার কথা আলোচনা হয় কিন্তু সেই জায়গাটি এই কর্মসূচির জন্য অনেকটাই ছোট হতে পারে মনে করে শেষ পর্যন্ত নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মসূচি করার কথা সিদ্ধান্ত হয়েছে।
advertisement
advertisement
সিপিএমের কেন্দ্রীয় কমিটির এক সদস্যের কথায়, “অনেকেই চেয়েছিল ব্রিগেড ময়দানে স্মরণসভা হোক ৷ কিন্তু, বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রা যে পরিমাণ মানুষের ঢল নেমেছিল তার রেশ স্মরণসভাতেও পড়তে পারে ৷ একারণেই নেতাজি ইন্ডোরে ব্যবস্থা করা হচ্ছে ৷”
বাংলা খবর/ খবর/কলকাতা/
Buddhadeb Bhattacharjee: বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভার আয়োজন সিপিএম-এর! জানিয়ে দিল দিনক্ষণ, স্থান
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement