Buddhadeb Bhattacharjee Death: আর নেই বুদ্ধবাবু! চোখের জল বাঁধ মানছে না তাঁর নিত্যসঙ্গী হরেন,শম্ভুদের
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:AVIJIT CHANDA
Last Updated:
Buddhadeb Bhattacharjee Death: অসুস্থ বুদ্ধবাবুর সর্বক্ষণের সঙ্গী ছিলেন, শম্ভু বৈদ্য এবং হরেন অধিকারী। শম্ভুর বাড়ি রায়দিঘি, হরেনের বাড়ি সুভাষগ্রাম। গত চার বছর ধরে হরেন বুদ্ধদেব ভট্টাচার্যের আটেনডেন্ট তথা ছায়া সঙ্গী ছিলেন।
কলকাতাঃ শেষ নিশ্বাস ত্যাগ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বামশাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বয়স হয়েছিল ৮০ বছর। বৃহস্পতিবার সকালে বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তাঁর সন্তান সুচেতন ভট্টাচার্য। পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ৮.২০ নাগাদ তিনি প্রয়াত হন।
অসুস্থ বুদ্ধবাবুর সর্বক্ষণের সঙ্গী ছিলেন, শম্ভু বৈদ্য এবং হরেন অধিকারী।
শম্ভুর বাড়ি রায়দিঘি, হরেনের বাড়ি সুভাষগ্রাম। গত চার বছর ধরে হরেন বুদ্ধদেব ভট্টাচার্যের আটেনডেন্ট তথা ছায়া সঙ্গী ছিলেন। গত ২বছর ধরে ছিলেন শম্ভু। তাঁরা জানান, গতকাল রাত দুটোর সময় শ্বাসকষ্ট শুরু হলে বাইপ্যাপ চালানো হয়। ঘণ্টা চারেক পর একটু স্বাভাবিক হয়। আবারও শ্বাসকষ্ট শুরু হয় এরপর আবার যখন বাইপ্যাপ দেওয়া হয় তখনই নিশ্বাস ত্যাগ করেন।
advertisement
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 08, 2024 3:53 PM IST
