Brigade Rally TMC: 'একা এলেই হবে না...' ১০ মার্চের ব্রিগেড নিয়ে বিধায়ক, সাংসদ, জেলা সভাপতিদের বড় নির্দেশ তৃণমূলের

Last Updated:

Brigade Rally TMC: ব্রিগেড নিয়ে বড় নির্দেশ তৃণমূল কংগ্রেসের। দলের পক্ষ থেকে বিধায়ক, সাংসদ, জেলা সভাপতি, ব্লক সভাপতিদের নির্দেশ দেওয়া হচ্ছে, এলাকার মানুষকে সঙ্গে নিয়েই ব্রিগেডে আসতে হবে।

কলকাতা: ব্রিগেড নিয়ে বড় নির্দেশ তৃণমূল কংগ্রেসের। দলের পক্ষ থেকে বিধায়ক, সাংসদ, জেলা সভাপতি, ব্লক সভাপতিদের নির্দেশ দেওয়া হচ্ছে, এলাকার মানুষকে সঙ্গে নিয়েই ব্রিগেডে আসতে হবে। নিজের মতো করে মাঠে চলে এলে হবে না। সমস্ত শাখা সংগঠনকেও পৃথক ভাবে জমায়েতের লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে দলের তরফে।
তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর তৃতীয় ব্রিগেড হতে চলেছে আগামী ১০ মার্চ। এই সভার নামকরণ করা হয়েছে জনগর্জন সভা। আর সেই সভা নিয়েই জোর তৎপরতা শুরু হয়েছে শাসকদল তৃণমূলের অন্দরে।
২০১১ সালে সরকারে আসার পর ২১ জুলাইয়ের সমাবেশ হয়েছিল ব্রিগেডে। তার পর ব্রিগেডে সভা হয় ২০১৯ সালের ১৯ জানুয়ারি। তৃণমূল সূত্রের খবর, এ বারে ব্রিগেডের জমায়েতে ১০০ দিনের কাজে বঞ্চিতদের আনার ব্যাপারে সাংগঠনিকভাবে জোর দেওয়া হচ্ছে। কুড়ি লক্ষের বেশি মানুষ প্রাপক। তাদের সকলকে ব্রিগেডে নিয়ে আসতে চায় তৃণমূল কংগ্রেস।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
Brigade Rally TMC: 'একা এলেই হবে না...' ১০ মার্চের ব্রিগেড নিয়ে বিধায়ক, সাংসদ, জেলা সভাপতিদের বড় নির্দেশ তৃণমূলের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement