#কলকাতা: ধেয়ে আসছে ফণী ৷ ফণীর জেরে স্কুল বন্ধ রাজ্যে ৷ শুক্রবার থেকেই ছুটি ঘোষণা করল স্কুল শিক্ষা দফতর ৷ ফণীর জেরে এগিয়ে আনা হল গরমের ছুটি ৷ আগামিকাল থেকে বন্ধ রাজ্যের সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ৷ আইসিএসই ও সিবিএসই স্কুলগুলিকেও ফণীর কারণে শুক্র ও শনিবার ছুটি ঘোষণার আবেদন জানিয়েছে স্কুল শিক্ষা দফতর ৷
আয়লার স্মৃতি উস্কে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ফণী। শুক্রবার ওড়িশায় ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা। তার প্রভাব পড়বে এরাজ্যেও। রাজ্যের উপকূল এলাকায় ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। এর জেরেই আগামিকাল থেকেই রাজ্যের স্কুলগুলিতে ছুটি ৷ আপাতত ৩০ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে ৷ আবহাওয়া দেখে স্কুল খোলা নিয়ে সিদ্ধান্ত নেবে স্কুলশিক্ষা দফতর ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cyclone Fani, Cyclone feni, Feni, Holidays, School Closed, Summer Holidays