'সাবধান! সাবধান...! মধ্যরাতে শহরে ভ্যাম্পায়ার!' হঠাৎ এ কী বললেন ব্রাত্য? বিরাট সতর্কবার্তা

Last Updated:

রাজ্যপাল শিক্ষামন্ত্রী তরজায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের হুঁশিয়ারি ঘিরে রাজ্যজুড়ে জল্পনার মধ্যেই এবার ট্যুইট বার্তায় বিস্ফোরক ব্রাত্য বসু।

শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু
শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু
কলকাতা: ‘অপেক্ষা করুন! আজই মধ্যরাতে দেখতে পাবেন এবার কী পদক্ষেপ করি।’ রাজ্যপাল শিক্ষামন্ত্রী তরজায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের হুঁশিয়ারি ঘিরে রাজ্যজুড়ে জল্পনার মধ্যেই এবার ট্যুইট বার্তায় বিস্ফোরক ব্রাত্য বসু।
শিক্ষামন্ত্রী একটি ট্যুইট পোস্ট করে রাজ্যবাসীকে রীতিমতো সতর্ক করেছেন। আর সেই সতর্কবার্তা ঘিরেই শনিবারের বারবেলায় টগবগ করে যেন ফুটছে বাংলার রাজনৈতিক মহল।
advertisement
advertisement
রাজ্যপাল-রাজ্য সংঘাত চরমে পৌঁছেছে। শিক্ষা দফতর নিয়ে কার্যত যুযুধান শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস। ইতিমধ্যেই ‘তুঘলকের মত আচরণ করছেন রাজ্যপাল’ বলে নিশানা করেছিলেন ব্রাত্য বসু। এবার তারই জবাবে রাজ্যপালের মধ্যরাতের হুঁশিয়ারির পরেই ট্যুইট-বার্তায় শহরবাসীকে সতর্ক করলেন ব্রাত্য বসু। ট্যুইটে শিক্ষামন্ত্রী লেখেন “ভারতীয় পুরাণ অনুযায়ী মধ্যরাতেই শুরু হয় রাক্ষস প্রহর।”
advertisement
এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, “আই অ্যাম গ্ল্যাড দ্যাট আই অ্যাম অ্যাক্টিং” অর্থাৎ, “আমি খুশি যে আমি এরকম আচরণ করছি।” আরও এক ধাপ এগিয়ে রাজ্যপালের হুঁশিয়ারি, মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করে দেখুন কী কী পদক্ষেপ করি।” এরপরেই তাঁর এই মন্তব্য উল্ল্যেখ করে বিস্ফোরক বার্তা দিলেন শিক্ষামন্ত্রী। যদিও তাঁর ট্যুইট পোস্টে রাজ্যপালকে নাম করে কিছু লেখেননি ব্রাত্য। তবে তাঁর এই মন্তব্য ঘিরে শোরগোল পরে গিয়েছে গোটা রাজ্যে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
'সাবধান! সাবধান...! মধ্যরাতে শহরে ভ্যাম্পায়ার!' হঠাৎ এ কী বললেন ব্রাত্য? বিরাট সতর্কবার্তা
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement