Brain Eating Amoeba: কুরে কুরে খায় মস্তিস্ক, ভয়ঙ্কর অ্যামিবায় রাজ্যে কেউ আক্রান্ত নয়! বড় ঘোষণা স্বাস্থ্য দফতরের, আতঙ্ক নয়, এল সতর্কতার বার্তা
- Reported by:AVIJIT CHANDA
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
Brain Eating Amoeba: কলকাতা-সহ রাজ্যে এখন কেউ আক্রান্ত নেই বলেই জানা গিয়েছে স্বাস্থ্য দফতর সূত্রে।
কলকাতা: চিন্তা বাড়াচ্ছে মস্তিস্ক খেকো অ্যামিবা। কেরলে ইতিমধ্যেই এই জলজ জীবাণুর কারণে মৃত্যু হয়েছে ১৯ জনের। তবে কলকাতা-সহ রাজ্যে এখন কেউ আক্রান্ত নেই বলেই জানা গিয়েছে স্বাস্থ্য দফতর সূত্রে। এই অ্যামিবা নিয়ে এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিল স্বাস্থ্য দফতর।
গতবছর ও চলতি বছরের শুরুর দিকে এ রাজ্যেও অ্যামিবা আক্রান্তের হদিশ মিলেছিল। সেসময় রাজ্যে ২১ জন অ্যামিবা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছিল। ২১ জন আক্রান্তের মধ্যে ১৪ জন ভর্তি ছিলেন মল্লিকবাজার INK-তে (ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতা)। ভর্তি থাকা ১৪ জনের মধ্যে ৯ জনের মৃত্যু হয়। গতবছর SSKM-এও ভর্তি ছিলেন এক অ্যামিবা আক্রান্ত রোগী। এই অ্যামিবা নিয়ে সতর্ক থাকার নির্দেশ স্বাস্থ্য দফতরের। তবে আতঙ্কিত হওয়ার কারণ নেই বলেই জানিয়েছে স্বাস্থ্য দফতর।
advertisement
advertisement
প্রসঙ্গত, দক্ষিণের রাজ্য কেরলে ইতিমধ্যেই আতঙ্কের সঞ্চার করেছে এই রোগ। কেরলে চলতি বছরেই এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে৷ অন্তত ৬৭ জন এই জীবাণুর সংক্রমণে অসুস্থ হয়ে পড়েছেন৷ কেরলের স্বাস্থ্য দফতর গত সোমবার এই তথ্য প্রকাশ করেছে৷
advertisement
অ্যামোবিক মেনিনগোএনসেফালাইটিস কী?
অ্যামোবিক মেনিনগোএনসেফালাইটিস হল মস্তিষ্ক কুরে কুরে খায়, এমন একটি জলজ জীবাণুর সংক্রমণ৷ এই ধরনের জীবাণু উষ্ণ, স্থির, পরিশুদ্ধ নয় এবং জলাশয়ের জলে মিশে থাকে৷ নাক দিয়ে তা মানুষের শরীরে প্রবেশ করে৷
এই ধরনের সংক্রমণ অত্যন্ত বিরল কিন্তু খুবই প্রাণঘাতী৷ এই সংক্রমণে আক্রান্তদের মধ্যে মৃত্যুহার গোটা বিশ্বেই যথেষ্ট বেশি৷ শরীরে প্রবেশ করলে এই জীবাণু দ্রুত মস্তিষ্কে পৌঁছে শারীরিক সমস্যা বাড়াতে থাকে৷
advertisement
অ্যামোবিক মেনিনগোএনসেফালাইটিস-এর উপসর্গ
জ্বর, মাথাব্যথা, বমি, ঘাড় শক্ত হয়ে আসা, মাথা ঘোরানো৷
কেরল সরকারের সতর্কবার্তা
অপরিষ্কার পুকুর বা জলাশয়ে স্নান না করা৷
সুইমিং পুলগুলি নিয়মিত পরিষ্কার করা৷
নাক দিয়ে জল কোনও কারণে শরীরে প্রবেশ করলে তা যাতে পরিশুদ্ধ এবং পরিষ্কার হয়, তা নিশ্চিত করা৷
advertisement
বাড়ির ট্যাঙ্ক, কুয়ো পরিষ্কার করা, জীবাণুমুক্ত রাখা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 20, 2025 10:37 AM IST










