#PromiseDay: প্রেম সপ্তাহের সেরা জুটি ! পরম মমতায় প্রেমিকার উকুন বেছে দিচ্ছেন প্রেমিক

Last Updated:

হাসিকান্না, ছোট ছোট সুখ ও দুঃখ নিয়েই জীবন জীবনের খাতে বয়ে যায়

#কলকাতা: প্রচলিত একটি বাংলায় একটি গান আছে ভালবাসা মোরে ভিখারি করেছে তোমাকে করেছে রাজরানি ৷ তবে এটি শুধুই কথার কথা নয় ৷ বাস্তবতা অনেকটাই গভীর, অনেকটাই প্রশস্ত ৷ প্রেম মানুষকে অনেক সুগঠিত ও সুন্দর করে ৷ জীবনের ছোট ছোট দায়বদ্ধতার সঙ্গে জীবনকে এক অন্য মাত্রায় নিয়ে যায় ৷ হাসিকান্না, ছোট ছোট সুখ ও দুঃখ নিয়েই জীবন জীবনের খাতে বয়ে যায় ৷
রবীন্দ্রনাথ এই ভালবাসা সম্বন্ধে ছিন্নপত্রাবলিতে বলেছেন ভালবাসা হল রেল ইঞ্জিনের মত খানিকটা ৷ রেল ইঞ্জিন যেমন ট্রেনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় ঠিক তেমনই পিছনের দিকে নিয়ে যেতে পারে ৷ তেমনই প্রেম মানুষকে মহান ও আদর্শবান করে তোলে, আবার সেই প্রেমই মানুষকে অপরাধী করে তোলে ৷
advertisement
তবে কম বেশি ভালবাসার জন্য সবাইকেই কৃচ্ছসাধন করতে হয় ৷ এমনই এক কৃচ্ছসাধনের দৃশ্য চোখে এসেছে ৷ এমনিতেই তো প্রেমিক-প্রেমিকাকে খুশি রাখতে একাধিক পথ অবলম্বন করতে হয় ৷ জড়াতে হয় অনেকটাই ঘাম ৷ এখন চলছে ভ্যালেন্টাইন্স সপ্তাহ ও তিনদিনের মাথায় প্রেমের উৎসব ভ্যালেন্টাইন্স ডে ৷ এই ভ্যালেন্টাইন্স ডে তে এক প্রেমিক-প্রেমিকা বেরিয়েছেন ঘুরতে ৷ ঘুরতে ঘুরতেই প্রেমিকার মাথায় উকুন দেখে তক্ষণাৎ উকুন বেছে দিচ্ছেন ৷ ত্রিভুবনে এমন দৃশ্য কেউ আগে দেখেছেন বলে মনে হয়না ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
#PromiseDay: প্রেম সপ্তাহের সেরা জুটি ! পরম মমতায় প্রেমিকার উকুন বেছে দিচ্ছেন প্রেমিক
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement