Bowbazar: দিওয়ালি ধনতেরাসের দু টাকা বেশি রোজগার আর মাথায় নেই, ঘর হারানোর আশঙ্কায় বউবাজারের সোনার ব্যবসায়ীরা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Bowbazar: ফের বাড়ি ছাড়তে হবে না তো? প্রশ্ন ব্যবসায়ীদের৷
#কলকাতা: সামনেই ধনতেরাস, দিওয়ালি! তা কাটতে না কাটতেই বিয়ের মরশুম। উৎসব আবহে মাথায় হাত বউবাজারের স্বর্ণ ব্যবসায়ীদের। বউবাজার এলাকায় রয়েছে একাধিক সোনার দোকান। শুক্রবার ভোরে মদন দত্ত লেনের একাধিক বাড়িতে ফাটল দেওয়ায় স্বর্ণ ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে। দেখা যাচ্ছে যেখানে বসে তাঁরা কাজ করছেন তারই ওপরে দেখা দিয়েছে ফাটল। ফাটলের জেরে তড়িঘড়ি অনেক স্বর্ণ ব্যবসায়ী সোনার গয়নাগাটি ব্যাগ সুটকেস, ট্রাঙ্কে ভরে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে দেখা গিয়েছে।
এবার ব্যবসায়ীদের একটা বড় অংশ প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন, ফের যদি বাড়ি স্থানান্তরিত করতে হয়, তাহলে তাদের অবস্থা আরও বেশি করে খারাপ হবে। এমন অবস্থায় দিওয়ালীর আগে বেশ চিন্তায় ব্যবসায়ীরা। যদিও ২০১৯ ও ২০২২ সালে দু'দফায় দুর্গা পিতুরী লেনে যে সমস্যা হয়েছিল, তাতে ব্যবসায়ীদের সমস্ত অর্থ প্রদান করা হয়েছে বলে জানিয়েছে KMRCL. সংস্থার রিপোর্ট অনুযায়ী, ২০১৯ সালের ঘটনায় ১ লক্ষ টাকা দেওয়া হয়েছে ২৯ জন ব্যবসায়ীকে। ৪৩ জন ব্যবসায়ীকে দেওয়া হয়েছে ৫ বলক্ষ করে।২০০ জন স্থানীয় বাসিন্দাকে দেওয়া হয়েছে ৫ লক্ষ করে।সব মিলিয়ে ১২ কোটি ৪৪ লক্ষ টাকা দেওয়া হয়েছে। ২০২২ সালের মে মাসে ১ লক্ষ করে ১৪ জন ব্যবসায়ীকে দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন - Oracle Speaks: ওরাকল স্পিকস ১৮ অক্টোবর; দেখে নিন আজকের ভাগ্যফল, জেনে নিন কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য!
advertisement
সব মিলিয়ে ১২ কোটি ৫৮ লক্ষ দেওয়া হয়েছে। স্বর্ণ ব্যবসায়ীদের কথায়, ” কোভিড কালে এমনিতেই ব্যবসায় অনেক ক্ষতি হয়েছে। সামনেই ধনতেরাস, দিওয়ালি! আর তারপরই বিয়ের মরশুম। প্রচুর অর্ডার হাতে রয়েছে। কীভাবে কী সামাল দেব তা ভেবেই আমাদের দিশেহারা অবস্থা। আপাতত দোকানের সব মাল নিয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেটাই করছি। কবে দোকানে ফিরতে পারব জানিনা, ক্ষতিপূরণের ব্যপারেও বিশদে কোন তথ্য জানা নেই। কাস্টমারদের কী করে অর্ডার ডেলিভারি দেব সেটাই এখন গভীর প্রশ্ন।” তবে আশার খবর দুর্গা পিতুরী লেনের একাধিক বাড়িতে সোনার কাজ চলছে৷
advertisement
ABIR GHOSHAL
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 18, 2022 10:28 AM IST