Kolkata Book Fair 2025: ‘বইমেলা হল আমাদের বইবৃক্ষ’, উদ্বোধন করে বললেন মমতা! লেখক আবুল বাশারকে বিশেষ সম্মান
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Kolkata International Book Fair 2025: ৪৮ তম আর্ন্তজাতিক কলকাতা বইমেলার উদ্বোধন হল আজ, মঙ্গলবার। বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: ৪৮ তম আর্ন্তজাতিক কলকাতা বইমেলার উদ্বোধন হল আজ, মঙ্গলবার। বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বইমেলার এই বছরের থিম দেশ জার্মানি। বইমেলায় বিখ্যাত লেখক আবুল বাশারকে ‘লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ দিব গিল্ড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হাতে এই সম্মান তুলে দেন।
বইমেলার উদ্বোধনে বইমেলাকে বৃক্ষের সঙ্গে তুলনা করেন মমতা। ডিজিটাল অস্বীকার নয়, তবে বই পড়ার উপকারিতার কথা ফের একবার মনে করালেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বইমেলা হল আমাদের বইবৃক্ষ। বৃক্ষ অনেক ঘটনার সাক্ষী। কিন্তু সব কথা বলতে পারে না। বই কিন্তু কথা বলে, দেখতে পায়। যতই ডিজিটাল আসুক। যে বাড়িতে বই নেই, সেই বাড়ি কেমন কেমন লাগে। বই আমাদের হৃদয়ের নকশা। বই প্রেরণা আমাদের। বই থেকে সব তথ্য পাই। বই আমাদের ডাউন মেমরি লেনে নিয়ে যায়।’’
advertisement
আরও পড়ুন: বৃহস্পতি, সূর্য, বুধ, মঙ্গল…ফেব্রুয়ারিতে ৪ গ্রহের গোচর! ৫ রাশির কপাল খুলবে, সাফল্য দরজায়
advertisement
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘লেখক ছোট না বড় তা নিয়ে চর্চা হয়। তবে লেখক হলেন লেখকই। ছোট লেখকের হাত দিয়েও দারুণ লেখা বেরোয়। ডিজিটালের বাজারে গতবার এরা ৩০ কোটি টাকার ব্যবসা করেছে। পাবলিক বইমেলা ভালোবাসে। বইমেলার সঙ্গে হৃদয় যুক্ত থাকে।’’ বই কেনার প্রতি উত্সাহ বাড়াতে বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘ভাষা, সীমান্ত, সংস্কৃতির আলাদা হতে পারে। কিন্তু মানবিকতা আলাদা ব্যাপার। বই নিয়ে হাসুন। বই কিনুন। বই ভালবাসুন।’’
advertisement
জাগো বাংলার থিম এবার মা মাটি মানুষ। এই থিম নিজেই করেছেন মুখ্যমন্ত্রী। ‘‘আমি অর্জূন গাছ লাগাতে বলেছিলাম। থিম আমার নিজের করা। কুলঙ্গীতে যেমন বই থাকে। আমরা ইতিহাস ও ঐতিহ্যকে শ্রদ্ধা করি।’’ বলেন মুখ্যমন্ত্রী।
advertisement
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা বইমেলাকে স্থায়ী জায়গা দিয়েছি। আগে তাদের নানা জায়গায় ঘুরতে হত। বইবৃক্ষ যুগ যুগ ধরে মহীরুহ। ডিজিটালকে অস্বীকার করা যাবে না। আমরা আধুনিক হচ্ছি। কিন্তু বই ভালোবাসুন।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 28, 2025 5:27 PM IST