Kolkata Book Fair 2025: ‘বইমেলা হল আমাদের বইবৃক্ষ’, উদ্বোধন করে বললেন মমতা! লেখক আবুল বাশারকে বিশেষ সম্মান

Last Updated:

Kolkata International Book Fair 2025: ৪৮ তম আর্ন্তজাতিক কলকাতা বইমেলার উদ্বোধন হল আজ, মঙ্গলবার। বইমেলার উদ্বোধন করলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।

‘বইমেলা হল আমাদের বইবৃক্ষ’, উদ্বোধন করে বললেন মমতা! লেখক আবুল বাশারকে বিশেষ সম্মান
‘বইমেলা হল আমাদের বইবৃক্ষ’, উদ্বোধন করে বললেন মমতা! লেখক আবুল বাশারকে বিশেষ সম্মান
কলকাতা: ৪৮ তম আর্ন্তজাতিক কলকাতা বইমেলার উদ্বোধন হল আজ, মঙ্গলবার। বইমেলার উদ্বোধন করলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। বইমেলার এই বছরের থিম দেশ জার্মানি। বইমেলায় বিখ‍্যাত লেখক আবুল বাশারকে ‘লাইফ টাইম অ‍্যাচিভমেন্ট অ‍্যাওয়ার্ড’ দিব গিল্ড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হাতে এই সম্মান তুলে দেন।
বইমেলার উদ্বোধনে বইমেলাকে বৃক্ষের সঙ্গে তুলনা করেন মমতা। ডিজিটাল অস্বীকার নয়, তবে বই পড়ার উপকারিতার কথা ফের একবার মনে করালেন মুখ‍্যমন্ত্রী। মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বলেন, ‘‘বইমেলা হল আমাদের বইবৃক্ষ। বৃক্ষ অনেক ঘটনার সাক্ষী। কিন্তু সব কথা বলতে পারে না। বই কিন্তু কথা বলে, দেখতে পায়। যতই ডিজিটাল আসুক। যে বাড়িতে বই নেই, সেই বাড়ি কেমন কেমন লাগে। বই আমাদের হৃদয়ের নকশা। বই প্রেরণা আমাদের। বই থেকে সব তথ্য পাই। বই আমাদের ডাউন মেমরি লেনে নিয়ে যায়।’’
advertisement
advertisement
মুখ‍্যমন্ত্রী আরও বলেন, ‘‘লেখক ছোট না বড় তা নিয়ে চর্চা হয়। তবে লেখক হলেন লেখকই। ছোট লেখকের হাত দিয়েও দারুণ লেখা বেরোয়। ডিজিটালের বাজারে গতবার এরা ৩০ কোটি টাকার ব্যবসা করেছে। পাবলিক বইমেলা ভালোবাসে। বইমেলার সঙ্গে হৃদয় যুক্ত থাকে।’’ বই কেনার প্রতি উত্‍সাহ বাড়াতে বলেন মুখ‍্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘ভাষা, সীমান্ত, সংস্কৃতির আলাদা হতে পারে। কিন্তু মানবিকতা আলাদা ব্যাপার। বই নিয়ে হাসুন। বই কিনুন। বই ভালবাসুন।’’
advertisement
জাগো বাংলার থিম এবার মা মাটি মানুষ। এই থিম নিজেই করেছেন মুখ‍্যমন্ত্রী। ‘‘আমি অর্জূন গাছ লাগাতে বলেছিলাম। থিম আমার নিজের করা। কুলঙ্গীতে যেমন বই থাকে। আমরা ইতিহাস ও ঐতিহ্যকে শ্রদ্ধা করি।’’ বলেন মুখ‍্যমন্ত্রী।
advertisement
মুখ‍্যমন্ত্রী বলেন, ‘‘আমরা বইমেলাকে স্থায়ী জায়গা দিয়েছি। আগে তাদের নানা জায়গায় ঘুরতে হত। বইবৃক্ষ যুগ যুগ ধরে মহীরুহ। ডিজিটালকে অস্বীকার করা যাবে না। আমরা আধুনিক হচ্ছি। কিন্তু বই ভালোবাসুন।’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Book Fair 2025: ‘বইমেলা হল আমাদের বইবৃক্ষ’, উদ্বোধন করে বললেন মমতা! লেখক আবুল বাশারকে বিশেষ সম্মান
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement