Bomb Threat: হঠাত্‍ এল মেল...‘বোমা রাখা আছে সেক্টর ফাইভের এই বিল্ডিংয়ে’! স্কুলের পর এবার সল্টলেকেও বোমাতঙ্ক, এল অ‍্যান্টি বম্ব স্কোয়াড

Last Updated:

Bomb Threat: সল্টলেক সেক্টর ফাইভের একটি বিল্ডিংয়ে বোমাতঙ্ক। সেক্টর ফাইভ-এর একটি বিল্ডিং এ বোমা রাখা আছে বলে মেইল আসে বিল্ডিং কর্তৃপক্ষের কাছে।

হঠাত্‍ ই-মেইল... ‘বোমা রাখা আছে সেক্টর ফাইভের এই বিল্ডিংয়ে’! স্কুলের পর বোমাতঙ্ক সল্টলেকে, পৌঁছল অ‍্যান্টি বম্ব স্কোয়াড
হঠাত্‍ ই-মেইল... ‘বোমা রাখা আছে সেক্টর ফাইভের এই বিল্ডিংয়ে’! স্কুলের পর বোমাতঙ্ক সল্টলেকে, পৌঁছল অ‍্যান্টি বম্ব স্কোয়াড
কলকাতা: সল্টলেক সেক্টর ফাইভের একটি বিল্ডিংয়ে বোমাতঙ্ক। সেক্টর ফাইভ-এর একটি বিল্ডিং এ বোমা রাখা আছে বলে মেইল আসে বিল্ডিং কর্তৃপক্ষের কাছে। তৎক্ষণাৎ পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় অ‍্যান্টি বম্ব স্কোয়াড বা বোমা নিষ্ক্রিয়কারী দল। যদিও তল্লাশি চালিয়ে কোনও কিছুই পাওয়া যায়নি।
রাজ‍্যের তথ‍্যপ্রযুক্তির কেন্দ্র বা আইটি হাব হল সল্টলেক সেক্টর ফাইভ। গোটা এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে একাধিক বহুতল। বহু কোম্পানির অফিসে চাকরি করেন লক্ষ লক্ষ যুবক যুবতী। ফলে সল্টলেকের সেক্টর ফাইভের বোমাতঙ্কে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
advertisement
advertisement
প্রসঙ্গত, সোমবার বোমাতঙ্কের খবর পাওয়া গিয়েছিল দক্ষিণ ২৪ পরগণার মহেশতলার রবীন্দ্রনগরের একটি বেসরকারি স্কুলে। সোমবার রাতে স্কুলে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় পুলিশ। যদিও এখানে ঘটনাস্থলে যায় CID-র বম্ব স্কোয়াড, দমকলের ২ এঞ্জিন। স্কুলে ৭০-এর বেশি ক্লাসরুম। যদিও দীর্ঘ ক্ষণ তল্লাশির পর ঘটনাস্থল থেকে কোনও বোমা মেলেনি।
পুলিশ সূত্রে খবর, স্কুলটিতে প্রায় ৭০ টিরও বেশি রুম রয়েছে। গোটা স্কুল চত্বরেই তল্লাশি চালানো হয়। সূত্রের খবর, বোমা মেলেনি। গোটা ঘটনায় স্কুল কর্তৃপক্ষ মুখ খোলেনি।
advertisement
অন‍্যদিকে, গত সপ্তাহেই কলকাতার দুই নামী স্কুলে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। আনন্দপুর এবং শিয়ালদহ চত্বরের দুই স্কুলে বোমা রাখা আছে, এই মর্মে ইমেল করা হয়। বলা হয়, দুপুর দু’টোয় স্কুল উড়িয়ে দেওয়া হবে। ইমেল আসার পরই স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়। খবর যায় দুই থানায়। ছুটে আসে আনন্দপুর এবং তালতলা থানার পুলিশ। আসে বম্ব স্কোয়াডেও। পুলিশ কুকুর আনা হয়। শুরু হয় তল্লাশি। কিন্তু কিছুই মেলেনি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bomb Threat: হঠাত্‍ এল মেল...‘বোমা রাখা আছে সেক্টর ফাইভের এই বিল্ডিংয়ে’! স্কুলের পর এবার সল্টলেকেও বোমাতঙ্ক, এল অ‍্যান্টি বম্ব স্কোয়াড
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement