Kolkata Schools: ‘বাইরে বোমা রাখা আছে’! কলকাতা-সহ রাজ‍্যের একাধিক স্কুলে হুমকি মেল, কারা পাঠাল? তদন্তে চাঞ্চল‍্যকর তথ‍্য

Last Updated:

Bomb Threat in Schools: বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে স্কুল। ভুয়ো মেল ঘিরে আতঙ্ক। তদন্তে কলকাতা পুলিশ। এই হুমকি-মেলকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, মেলটির সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।

‘বাইরে বোমা রাখা আছে’! কলকাতা-সহ রাজ‍্যের একাধিক স্কুলে হুমকি মেল, কারা পাঠাল? তদন্তে চাঞ্চল‍্যকর তথ‍্য
‘বাইরে বোমা রাখা আছে’! কলকাতা-সহ রাজ‍্যের একাধিক স্কুলে হুমকি মেল, কারা পাঠাল? তদন্তে চাঞ্চল‍্যকর তথ‍্য
কলকাতা: বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে স্কুল। ভুয়ো মেল ঘিরে আতঙ্ক। কলকাতা পুলিশের তদন্তে উঠে এল চাঞ্চল‍্যকর ত‍থ‍্য। এই হুমকি-মেলকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, মেলটির সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার কলকাতা পুলিশের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হল, ওই হুমকি-মেল ভুয়ো ছিল। তাই স্কুল কর্তৃপক্ষের ভয়ের কোনও কারণ নেই।
ইমেল-এ লেখা হয়, “এই বার্তা সবার জন্য। শ্রেণিকক্ষের বাইরে বোমা রাখা আছে। আগামিকাল সকালে যখন স্কুলে বাচ্চারা থাকবে, তখন বোমাগুলি ফাটবে। আমাদের লক্ষ্য বেশি সংখ্যক মানুষকে রক্তস্রোতে ভাসিয়ে দেওয়া হয়।” এই বার্তায় বলা হয় এই ঘটনার নেপথ্যে রয়েছে দুই সন্ত্রাসবাদী চিং এবং ডল।
advertisement
advertisement
নেট দুনিয়ায় রীতিমতো শোরগোল পড়ে যায় মেলটিকে কেন্দ্র করে। পরবর্তীতে মঙ্গলবার কলকাতা পুলিশের ফেসবুক পেজে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই ধরনের ভুয়ো হুমকি-মেল কে বা কারা পাঠাল, তার তদন্ত শুরু হয়েছে। একটি অভিযোগও দায়ের করা হয়েছে। ওই বিবৃতিতে লেখা হয়েছে, “অতীতে এই ধরনের মেল বেঙ্গালুরু এবং চেন্নাই শহরের স্কুলগুলিকেও পাঠানো হয়েছিল।”
advertisement
একই সঙ্গে কলকাতা পুলিশের তরফে লেখা হয়েছে, “আমরা বুঝতে পারছি এই ধরনের বার্তা খুবই অস্বস্তিকর। কিন্তু পড়ুয়াদের নিরাপত্তার বিষয়ে চিন্তা বা উদ্বেগের কোনও কারণ নেই। আমরা সকলকে অনুরোধ করছি, দয়া করে গুজব ছড়াবেন না কিংবা ভয় পাবেন না। যে কোনও প্রয়োজনে আমরা স্কুলগুলির সঙ্গে রয়েছি।”
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Schools: ‘বাইরে বোমা রাখা আছে’! কলকাতা-সহ রাজ‍্যের একাধিক স্কুলে হুমকি মেল, কারা পাঠাল? তদন্তে চাঞ্চল‍্যকর তথ‍্য
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement