হোম /খবর /কলকাতা /
বাগবাজার ঘাটে দেহ উদ্ধারে চাঞ্চল্য

বাগবাজার ঘাটে দেহ উদ্ধারে চাঞ্চল্য

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: বাগবাজার ঘাটে দেহ উদ্ধারে চাঞ্চল্য। সকালে জোয়ারের জলে দেহ ভেসে আসে। দেহটির বুক থেকে পেট পর্যন্ত সেলাই করা। প্রত্যক্ষদর্শীদের মতে হয়ত অঙ্গ পাচারকারীরা ফেলে গিয়েছে দেহটি। ময়না তদন্তের পরই জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।

বাগবাজার ঘাটে একটি দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় পুরোহিত। দেহটি বুক থেকে পেট পর্যন্ত কেটে নিপূন ভাবে সেলাই করা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। প্রাথমিক ভাবে দেহটি দেখে ময়না তদন্তের তত্ত্ব উঠলেও সেটিকে নাকচ করছেন প্রত্যক্ষদর্শীরাই।

ময়না তদন্তের পর দাবিহীন দেহ সরকারি ভাবে সৎকার করা হয়৷ মাথাতেও থাকে সেলাইয়ের চিহ্ন অনেক সময় ময়না তদন্তের পর পায়েও সেলাই থাকে৷ কিন্তু এই দেহটির ক্ষেত্রে শুধুমাত্র বুক থেকে পেট পর্যন্ত নিপূন ভাবে সেলাই করা৷ প্রত্যক্ষদর্শীদের অভিযোগ এরসঙ্গে জড়িত রয়েছে অঙ্গ পাচারকারীরা। খুব সম্ভবত দেহটি দিন তিনেক আগের। ময়না তদন্তের পরই জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।

Published by:Pooja Basu
First published:

Tags: Bagbazar ghat