Blood Donation: রক্তদানে এবার নতুন জীবন পেল কুকুর! লিওর প্রাণ বাঁচাতে রক্ত দিল কোকো
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Blood Donation: এতদিন মানুষদের মধ্যে রক্তদানের রীতি প্রচলন ছিল। মানুষের জন্য রয়েছে ব্লাড ব্যাঙ্কের সুবিধাও। এবার কুকুরের প্রাণ বাঁচল রক্তদানের মাধ্যমে।
এতদিন মানুষদের মধ্যে রক্তদানের রীতি প্রচলন ছিল। মানুষের জন্য রয়েছে ব্লাড ব্যাঙ্কের সুবিধাও। এবার কুকুরের প্রাণ বাঁচল রক্তদানের মাধ্যমে।
ডোবারম্যান প্রজাতির কুকুর লিও রক্তের রোগে আক্রান্ত। সত্যজিৎ বিদ্যার্থী তাঁর ১০ মাসের পুরুষ কুকুরটিকে বাঁচানোর জন্য রক্ত খুঁজছিলেন। মঙ্গলবার পোষ্যের হিমোগ্লোবিন তিন-এ নেমে যায়। জরুরী ভিত্তিতে রক্ত দেওয়ার প্রয়োজন ছিল।
advertisement
লিওর প্রাণ বাঁচাতে এগিয়ে এল কোকো। রক্ত দিয়ে প্রাণ বাঁচাল ঋষিকান্ত মুখোপাধ্যায়ের দশ বছর বয়সি মহিলা গোল্ডেন রিট্রিভারের। রক্ত পেয়ে লিওর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এরপর আরও উন্নতির জন্য ডায়ালিসিস, কেমোথেরাপি হওয়ার কথা।
advertisement
বর্তমানে লিওর চিকিৎসা চলছে অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাবে। লিওর চিকিৎসার দায়িত্বে রয়েছেন প্রতীপ চক্রবর্তী। রয়েছেন অন্যান্য চিকিৎসক এবং কর্মীরা। পোষ্যদের চিকিৎসায় আধুনিক সব যন্ত্র বসিয়েছেন প্রতীপ। লিও এবং কোকোর শরীরের সুস্থতা কামনা করেছেন চিকিৎসকরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 26, 2025 5:12 PM IST