মনোনয়ন বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক, কমিশনের বিরুদ্ধে ফের মামলার হুমকি বিজেপির
Last Updated:
কবে হবে পঞ্চায়েত ভোট ? সেই বিষয়ে রবিবারও চূড়ান্ত সিদ্ধান্ত হল না ৷
#কলকাতা : কবে হবে পঞ্চায়েত ভোট ? সেই বিষয়ে রবিবারও চূড়ান্ত সিদ্ধান্ত হল না ৷ রবিবার বিকেল সাড়ে চারটের পর কমিশনের তরফে জানানো হয়, নির্বাচনের দিনক্ষণ নিয়ে এদিন কোনও বৈঠক হবে না ৷ কিন্তু তার মাঝেই আরও এক বিপত্তি ৷ মনোনয়ন বিজ্ঞপ্তিকে ঘিরেই কমিশনে চিঠি লিখল বিজেপি ৷
গত সপ্তাহতেই হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ে পিছিয়ে গিয়েছে পঞ্চায়েত ভোট ৷ নতুন করে মনোনয়ন জমা ও ভোটের দিনক্ষণ স্থির করার নির্দেশ দেয় হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার ৷ এরপরেই দফায় দফায় রাজ্যের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন ৷ অবশেষে, আগামিকাল সোমবার অবধি মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ স্থির হলেও ভোটের দিনক্ষণ স্থির করা নিয়ে অশান্তি অব্যাহত ৷ কিন্তু সেই মনোনয়ন জমা দেওয়া নিয়েও হয় বিপত্তি ৷ গতকালের মনোনয়ন বিজ্ঞপ্তি ঘিরে অভিযোগ তোলে বিজেপি । কমিশনকে মেল করে বিজেপির পক্ষ থেকে জানানো হয়, বিজ্ঞপ্তিতে মনোনয়ন জমার জায়গার উল্লেখ নেই। কমিশন মেলের উত্তর না দিলে ফের মামলার হুমকিও দেয় বিজেপি ।
advertisement
advertisement
এদিকে বামেরা আবেদন জানায়, গ্রাম পঞ্চায়েতের মনোনয়ন যেন বিডিও অফিসের পাশাপাশি এসডিও অফিসেও জমা করতে দেওয়া হয়।
২৩ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখের বিজ্ঞপ্তি জারি করে কমিশন ৷ ২৮ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের দিন স্থির হয় ৷
অপরদিকে, পঞ্চায়েত ভোটের মনোনয়নের বিজ্ঞপ্তি জারি হয়েছে শনিবারই। ভোটের দিনক্ষণ স্থির করতেই এদিন কমিশনারের সঙ্গে বৈঠকের কথা ছিল পঞ্চায়েত সচিবের। কিন্তু বৈঠকে এ বিষয়ে কোনও আলোচনা না হওয়াতেই রবিবারও চূড়ান্ত হল না পঞ্চায়েত ভোটের দিন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 22, 2018 8:07 PM IST