মনোনয়ন বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক, কমিশনের বিরুদ্ধে ফের মামলার হুমকি বিজেপির

Last Updated:

কবে হবে পঞ্চায়েত ভোট ? সেই বিষয়ে রবিবারও চূড়ান্ত সিদ্ধান্ত হল না ৷

#কলকাতা : কবে হবে পঞ্চায়েত ভোট ? সেই বিষয়ে রবিবারও চূড়ান্ত সিদ্ধান্ত হল না ৷ রবিবার বিকেল সাড়ে চারটের পর কমিশনের তরফে জানানো হয়, নির্বাচনের দিনক্ষণ নিয়ে এদিন কোনও বৈঠক হবে না ৷ কিন্তু তার মাঝেই আরও এক বিপত্তি ৷ মনোনয়ন বিজ্ঞপ্তিকে ঘিরেই কমিশনে চিঠি লিখল বিজেপি ৷
গত সপ্তাহতেই হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ে পিছিয়ে গিয়েছে পঞ্চায়েত ভোট ৷ নতুন করে মনোনয়ন জমা ও ভোটের দিনক্ষণ স্থির করার নির্দেশ দেয় হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার ৷ এরপরেই দফায় দফায় রাজ্যের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন ৷ অবশেষে, আগামিকাল সোমবার অবধি মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ স্থির হলেও ভোটের দিনক্ষণ স্থির করা নিয়ে অশান্তি অব্যাহত ৷ কিন্তু সেই মনোনয়ন জমা দেওয়া নিয়েও হয় বিপত্তি ৷ গতকালের মনোনয়ন বিজ্ঞপ্তি ঘিরে অভিযোগ তোলে বিজেপি । কমিশনকে মেল করে বিজেপির পক্ষ থেকে জানানো হয়, বিজ্ঞপ্তিতে মনোনয়ন জমার জায়গার উল্লেখ নেই। কমিশন মেলের উত্তর না দিলে ফের মামলার হুমকিও দেয় বিজেপি ।
advertisement
advertisement
এদিকে বামেরা আবেদন জানায়, গ্রাম পঞ্চায়েতের মনোনয়ন যেন বিডিও অফিসের পাশাপাশি এসডিও অফিসেও জমা করতে দেওয়া হয়।
২৩ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখের বিজ্ঞপ্তি জারি করে কমিশন ৷ ২৮ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের দিন স্থির হয় ৷
অপরদিকে, পঞ্চায়েত ভোটের মনোনয়নের বিজ্ঞপ্তি জারি হয়েছে শনিবারই। ভোটের দিনক্ষণ স্থির করতেই এদিন কমিশনারের সঙ্গে বৈঠকের কথা ছিল পঞ্চায়েত সচিবের। কিন্তু বৈঠকে এ বিষয়ে কোনও আলোচনা না হওয়াতেই রবিবারও চূড়ান্ত হল না পঞ্চায়েত ভোটের দিন।
বাংলা খবর/ খবর/কলকাতা/
মনোনয়ন বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক, কমিশনের বিরুদ্ধে ফের মামলার হুমকি বিজেপির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement