Bengal BJP: বিরোধীদের ‘হাতিয়ার’ এজেন্সি, অভিযোগ মানতে নারাজ গেরুয়া শিবির

Last Updated:

'ইডি-সিবিআইয়ের তদন্তে আমরা নাক গলাই না'। বললেন সুকান্ত মজুমদার। 

বিরোধীদের ‘হাতিয়ার’ এজেন্সি, অভিযোগ মানতে নারাজ গেরুয়া শিবির
বিরোধীদের ‘হাতিয়ার’ এজেন্সি, অভিযোগ মানতে নারাজ গেরুয়া শিবির
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: হাতিয়ার কেন্দ্রীয় এজেন্সি। বেছে বেছে বিরোধীদের নিশানা। রেহাই পাচ্ছেন না পরিবারের সদস্যরাও। এ নিয়ে গেরুয়া শিবিরের বিরুদ্ধে সরব বিরোধীরা। পাল্টা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, ‘‘ইডি-সিবিআইয়ের তদন্তে তারা নাক গলায় না।’’
বারবারই মোদি সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহারের অভিযোগ করেছেন বিরোধীরা। এজেন্সির মাধ্যমে বিরোধীদের পরিবারকেও হেনস্থার অভিযোগ উঠেছে বারবার। জমির বদলে চাকরি মামলা। ক’দিন আগেই আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব ও তাঁর স্ত্রী বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীকে জিজ্ঞাসবাদ করে সিবিআই। লালুর মেয়ে মিশা ভারতীকেও জিজ্ঞাসবাদ করা হয়। এরপর লালুর ছেলে তথা বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের দিল্লির বাড়িতে তল্লাশি চালায় ইডি ।
advertisement
advertisement
১২ ঘণ্টা ধরে জিজ্ঞাসবাদ করা হয় তেজস্বীর স্ত্রীকেও। অভিযোগ, এরপরেই জ্ঞান হারান তেজস্বীর গর্ভবতী স্ত্রী। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। দিল্লির আবগারী মামলায় তাঁর মেয়ে কবিতাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছে । আবার তাঁকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অভিযোগ, ‘‘বিজেপির অঙ্গুলিহেলনেই এ রাজ্যেও একই ভাবে 'সক্রিয়' কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।’’ বিহারে তেজস্বী তো বঙ্গে অভিষেক। কয়লা পাচার মামলায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে, একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি-সিবিআই। সন্তান কোলে নিয়ে ED-র দফতরে হাজির হতে হয়েছে রুজিরাকে।
advertisement
ইউপিএ জমানায় গুরুত্বপূর্ণ সব মন্ত্রক সামলেছেন কংগ্রেসের পি চিদাম্বরম। তাঁর ছেলেও কংগ্রেস সাংসদ। ২০১৮ সালে আর্থিক তছরূপের মামলায় এই কার্তি চিদাম্বরমকে গ্রেফতার করে সিবিআই। এ রাজ্যে নিয়োগ দুর্নীতিতে কয়েক দিন আগে গ্রেফতার করা হয় বলাগড়ের যুব তণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে। তাঁকে দল তাঁকে বহিষ্কার করেছে তৃণমূল। ইডির নজরে শান্তনুর স্ত্রীও। তাঁর নামে একাধিক সম্পত্তি রয়েছে বলে তদন্তে জানতে পেরেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। বিরোধী নেতাদের পরিজনদের উপর শুধু এজেন্সিরই নজর নয়, বিজেপিও তাঁদের নিশানা করে। যেমন শান্তনুর ঘনিষ্ঠদের গ্রেফতারের দাবি জানিয়ে চন্দননগরের বিভিন্ন জায়গায় পোস্টার দিয়েছে বিজেপি। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থে এজেন্সিকে ব্যবহারের অভিযোগ মানতে নারাজ পদ্ম শিবির।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal BJP: বিরোধীদের ‘হাতিয়ার’ এজেন্সি, অভিযোগ মানতে নারাজ গেরুয়া শিবির
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement