Siliguri News: শিলিগুড়িতে ফের বেআইনি টোটোর বিরুদ্ধে অভিযান ট্র্যাফিক পুলিশের, আটক বহু !
- Published by:Siddhartha Sarkar
- Written by:Partha Pratim Sarkar
Last Updated:
প্রশাসনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে নম্বর প্লেটহীন টোটো চালকেরা ৷
পার্থপ্রতিম সরকার, শিলিগুড়ি: শহর জুড়ে টোটো দৌরাত্ম্যের ঘটনা নতুন নয়। দিন বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে টোটোর সংখ্যা। শিক্ষিত বেকার যুবক-যুবতীরাও টোটো নিয়ে বেড়িয়ে পড়ছেন রাস্তায়। টোটো চলাচলের ওপর জেলা পুলিশ ও প্রশাসনের কর্তারা নিষেধাজ্ঞা জারি করেছে বহুবার। টাঙানো হয়েছে নির্দেশিকা সম্বলিত বোর্ড। তাতে কি এসে যায়! সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে দাপিয়ে বেড়াচ্ছে টোটো। জায়গায় জায়গায় গড়ে উঠেছে নিত্য নতুন স্ট্যান্ড। ফলে শহরের যানজটের ক্ষেত্রে অন্যতম মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে তিন চাকার এই যান।
শহরের প্রধান রাস্তাগুলিতে চলতে পারবে না নম্বর প্লেটহীন টোটো। এই নির্দেশিকা বহু পুরনো। অর্থাৎ শিলিগুড়ির হিলকার্ট রোড, সেবক রোড, বিধান রোড, বর্ধমান রোড, দার্জিলিং মোড় এলাকায় নম্বরহীন টোটো চলাচল মানেই বেআইনি। নিয়ম ভেঙেই চলছে টোটো। তার বিরুদ্ধে শনিবার শহরে ফের অভিযানে নামে শিলিগুড়ি ট্র্যাফিক পুলিশ। হাসমিচকে অভিযান চালায় পুলিশ। আটক বহু টোটো। নম্বর প্লেটহীন টোটো আটক করে পুলিশ।
advertisement
advertisement

ট্র্যাফিক পুলিশের দাবি, বেআইনিভাবে শহরের প্রধান রাস্তায় নামায় আটক করা হয়েছে টোটো। মূলত এই ধরনের টোটো শহরের অলিগলিতে চলাচল করতে পারবে। কিন্তু সেই নিয়মের তোয়াক্কা না করেই চালকেরা উঠে আসে প্রধান রাস্তায়। কেন না তাতে কয়েক গুণ বেশি আয় হয়। অলিতে গলিতে তো রিকশ'ও চলে। ভাড়া কম পাওয়া যায়। শ্যামল ভৌমিক নামে এক টোটো চালক জানান, বড় রাস্তায় গাড়ি না চালালে তো সংসার চালানো যাবে না। কারণ গাড়ির ইএমআই দিতে হয়। আর ৪-৫ বছর আগের টোটো। বহুবার প্রশাসনের কাছে আবেদন, নিবেদন করেও মেলেনি সুরাহা। মেলেনি নম্বর। তাহলে উপায় কী? পুলিশ ওদের কাজ করছে। তা নিয়ে আপত্তি নেই। কিন্তু প্রশাসনকে আমাদের দায়িত্ব নিতে হবে।
advertisement
এর আগে পুরনো টোটো স্ক্র্যাপ করা হয়েছে। নতুন গাড়িও নেমেছে। এবারে এই নম্বর প্লেটহীন টোটো নিয়ে প্রশাসন কী ব্যবস্থা নেয়, সেদিকেই তাকিয়ে অসংখ্য পরিবার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 19, 2023 7:32 AM IST