শাহ-নাড্ডাকে নিয়ে বাংলায় রথযাত্রা, অনুমতি চেয়ে নবান্নে বিজেপির চিঠি

Last Updated:

প্রাক ভোট নির্বাচনী প্রচারে কোনও ফাঁক রাখছে না বিজেপি (BJP)৷ এবার তাঁদের ভাবনায় রাজ্য জুড়ে রথযাত্রা (Rath Yatra)৷ রুট নির্ধারণ করা হয়ে গিয়েছে৷ বিস্তারিত জানিয়েই মেগা রথযাত্রার (বিজেপির ভাষায় যা 'পরিবর্তন যাত্রা') অনুমতি চেয়ে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল গেরুয়া শিবির৷

#কলকাতা: একুশে বাংলা দখল! এই লক্ষ্যে প্রাক ভোট নির্বাচনী প্রচারে কোনও ফাঁক রাখছে না বিজেপি (BJP)৷ এবার তাঁদের ভাবনায় রাজ্য জুড়ে রথযাত্রা (Rath Yatra)৷ রুট নির্ধারণ করা হয়ে গিয়েছে৷ বিস্তারিত জানিয়েই মেগা রথযাত্রার (বিজেপির ভাষায় যা 'পরিবর্তন যাত্রা') অনুমতি চেয়ে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল গেরুয়া শিবির৷
বিজেপির কর্মসূচি অনুযায়ী পাঁচটি সাংগঠনিক জোন থেকে পাঁচটি রথযাত্রা হবে আলাদা আলাদা করে৷ দলীয় সূত্রের খবর, এই রথযাত্রায় থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী (Union Home Minister) ও বিজেপি নেতা অমিত শাহ (Amit Shah)৷ আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি (BJP National President) জেপি নাড্ডা (Jagat Prakash Nadda)৷
বিজেপির এক সিনিয়র নেতা বলছেন, "এখনও পর্যন্ত আমরা চাই কুচবিহারের রথযাত্রায় অমিত শাহ থাকুন৷ কিন্তু জেপি নাড্ডা কোন রথযাত্রায় অংশ নেবেন সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷" আরও জানা গিয়েছে যে, বিজেপির সহ সভাপতি প্রতাপ বন্দ্যেপাধ্যায় নবান্নে আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছেন যাতে, রাজ্য ও স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় সাধন করেই কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে পরিচালনা করা যায়৷ তিনি এও জানিয়েছেন যে, প্রতিটি রথযাত্রাই একটি নির্ধারিত রুট মেনে চলবে এবং একাধিক রাজনৈতিক সমাবেশের মধ্যে দিয়ে যাবে। পশ্চিমবঙ্গের সমস্ত বিধানসভা কেন্দ্র জুড়ে এই পাঁচটি রথযাত্রা হবে৷ প্রতিটি রথযাত্রা ২০-২৫ দিন ধরে চলবে৷
advertisement
advertisement
দেখে নেওয়া যাক ৫ রথযাত্রা কবে কোথায়:
প্রথম রথযাত্রা: নদীয়া, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনা জুড়ে চলবে৷ নবদ্বীপের নদীয়াতে শুরু হবে ২৪ ফেব্রুয়ারি৷ শেষ হবে ব্যারাকপুরে৷
দ্বিতীয় রথযাত্রা: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর-দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার ও মালদা জুড়ে চলবে৷ ৮ ফেব্রুয়ারি কোচবিহার টাউন থেকে শুরু হয়ে শেষ হবে মালদা টাউনে৷
advertisement
তৃতীয় রথযাত্রা: সমগ্র কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা জুড়ে চলবে৷ ৮ ফেব্রুয়ারি কাকদ্বীপে শুরু হয়ে শেষ হবে কলকাতায়৷
চতুর্থ রথযাত্রা: হাওড়া, হুগলি, পূর্ব-পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জুড়ে চলবে৷ ৯ ফেব্রুয়ারি ঝাড়গ্রামে শুরু হয়ে হাওড়ার বেলুড়ে শেষ হবে৷
পঞ্চম ও শেষ রথযাত্রা: বর্ধমান, আসানসোল, বীরভূম, পুরুলিয়া ও বাঁকুড়া জুড়ে চলবে৷ ৯ ফেব্রুয়ারি তারাপীঠে শুরু হয়ে শেষ হবে পুরুলিয়া টাউনে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
শাহ-নাড্ডাকে নিয়ে বাংলায় রথযাত্রা, অনুমতি চেয়ে নবান্নে বিজেপির চিঠি
Next Article
advertisement
Kuldeep Singh Sengar Bail Update: উন্নাও ধর্ষণ মামলায় সেঙ্গারের জামিনের বিরোধিতা, সুপ্রিম কোর্টে গেল সিবিআই!
উন্নাও ধর্ষণ মামলায় কুলদীপ সেঙ্গারের জামিনের বিরোধিতা, সুপ্রিম কোর্টে গেল সিবিআই!
  • উন্নাও ধর্ষণ মামলায় কুলদীপ সেঙ্গারের জামিনের বিরোধিতা৷

  • সুপ্রিম কোর্টে মামলা করল সিবিআই৷

  • দিল্লি হাইকোর্ট থেকে জামিন পান প্রাক্তন বিজেপি বিধায়ক৷

VIEW MORE
advertisement
advertisement