Dilip Ghosh on Bhabanipur Bypoll| ভবানীপুরে শেষ লগ্নের প্রচার, বড় পরিকল্পনা সামনে আনলেন দিলীপ ঘোষ

Last Updated:

Dilip Ghosh on Bhabanipur Bypoll | শেষবেলায় কী স্ট্র্যাটেজি বিজেপির, প্রাক্তন রাজ্যসভাপতি ফাঁস করলেন সেই তথ্যই।

ইকো পার্কে রুটিন মর্নিং ওয়াকে দিলীপ ঘোষ। জীবনে বহু বদল এলেও যে নিয়মে ছেদ পড়েনি।
ইকো পার্কে রুটিন মর্নিং ওয়াকে দিলীপ ঘোষ। জীবনে বহু বদল এলেও যে নিয়মে ছেদ পড়েনি।
#কলকাতা: বাঘের ডেরায় লড়াই খোদ বাঘের সঙ্গেই। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টক্করের প্রশ্নে দল যতই উৎসাহ দেখাক, দিলীপ ঘোষকে যেন একটু স্তিমিতই দেখাচ্ছিল। ভবানীপুরে তিনি প্রচার সেরেছেন নমো নমো করেই। তবে শেষবেলায় সদলবলে ঝড় তুলতে চাইছেন (Dilip Ghosh on Bhabanipur Bypoll) প্রাক্তন রাজ্যসভাপতি। ফাঁস করলেন সেই তথ্যই।
দিলীপ ঘোষ আজ বলেন, "আজকে আমাদের পার্টির তরফ থেকে একসঙ্গে ৮০ জায়গায় প্রচার করা হবে।সমস্ত নেতাকর্মী জনপ্রতিনিধিরা নামছে।সাধারণ মানুষের সঙ্গে গিয়ে লিফলেট দেওয়া বাড়ি বাড়ি যাওয়া যেভাবে শুরু করেছিলাম সেই ভাবেই প্রচার হবে আজকে ।আমরা সবাই আজকে নামছি। "
কিন্তু ভবানীপুরের লড়াই তো অসম, এমনটাই বলছেন রাজনৈতিক মহলের একাংশ। দিলীপ ঘোষ সেসব তত্ত্ব কানে তুলতে নারাজ। বললেন, "কোন দিকে মার্জিন কার বাড়বে কার কমবে সেটা তো ৩ তারিখ বোঝা যাবে। সাধারণ মানুষের ওপর ভরসা আছে আমাদের তারা বার বার সংকেত দেন তারা পরিবর্তন করেন।পশ্চিমবাংলার মানুষ যথেষ্ট রাজনীতি সচেতন পরিস্থিতি অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবেন আমাদের বিশ্বাস আছে ।"
advertisement
advertisement
পাল্টা প্রশ্ন ওঠে, সে তো ২০০ আসনের কথা বিজেপি বলেছিল আগে। কিন্তু  আসন এসে ঠেকেছে ৭৭-এ। দিলীপ ঘোষ অঙ্কটা অন্য ভাবে কষতে চান। ২০০ বলে ৭৭ নয়, তাঁর যুক্তি ৩ থেকে ৭৭-এ এক উত্থান। আজ তিনি বলছিলেন, "বাংলার মানুষ যেমন বিধানসভাতে বিজেপিকে তিন থেকে ৭৭এ নিয়ে এসেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হিংসার রাজনীতির বিরুদ্ধে রায় দিয়েছেন। হয়তো তারা মেজরিটি পেয়েছেন কিন্তু তার পার্টির নেতৃত্ব হেরেছেন ,যার নামে ভোট হচ্ছিল।বোঝাই যাচ্ছে বাংলার মানুষ কি চায়।আমার মনে হয় সেইদিকে যাবে ফলাফল।"
advertisement
অর্থাৎ দিলীপ আশাবাদী  রাজনীতিতে নবাগতা প্রিয়াঙ্কা টিব্রেয়াল ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর নিজের আসনেই হারিয়ে দিতে পারবেন। তৃণমূলের যুক্তি দিলীপ ঘোষ নেহাতই কথার কথা বলছেন। তাঁদের কথায়, যদি এমনই ফল হবে তবে লকেট চট্টোপাধ্যায়ের মতো তারকা প্রচারকরা প্রচারেই এলেন না কেন! কেন দিলীপ ঘোষই বা এত পড়ে ঝাঁঝ বাড়াচ্ছেন!
রিপোর্টার- অনুপ চক্রবর্তী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh on Bhabanipur Bypoll| ভবানীপুরে শেষ লগ্নের প্রচার, বড় পরিকল্পনা সামনে আনলেন দিলীপ ঘোষ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement