BJP Bengal: পাখির চোখ ২৪, বিজেপি-র নজরে স্পেশাল ১৯! গুরুত্ব দিতেই নারাজ তৃণমূল
- Published by:Debamoy Ghosh
Last Updated:
পর্যায়ক্রমে শীঘ্রই বঙ্গ সফর শুরু করতে চলেছেন এক ঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী তথা দক্ষ সংগঠকরা।
#কলকাতা: চব্বিশে বিজেপির স্পেশাল ১৯। ২০২৪-এর লোকসভা ভোটে বাংলায় বিজেপি-র বিশেষ নজরে ১৯টি লোকসভা কেন্দ্র। এই আসনগুলিতে শক্তিবৃদ্ধিতে এখন থেকেই মাঠে নামছে বিজেপি। হাতিয়ার জনসংযোগ। টার্গেট চব্বিশ. লোকসভার মহারণ। এখন থেকেই কোমর বাঁধছে বিজেপি। ১৯-এর লোকসভা ভোটে ১৮টি আসনে জয়ী হয় বিজেপি। এবার তাঁদের বিশেষ নজরে আরও ১৯টি কেন্দ্র।
গত লোকসভা ভোটে জেতা আসনগুলির পাশাপাশি এই ১৯টি কেন্দ্রে বিশেষ নজর দেবে বিজেপি। কোন ১৯ টি কেন্দ্রে বিশেষ নজর? বিজেপি সূত্রের খবর, যে আসনগুলিতে বিজেপি গত লোকসভা নির্বাচনে কম ব্যবধানে হেরেছিল। পাশাপাশি জয়ের সম্ভাবনা থাকলেও পরাজিত হন বিজেপি প্রার্থীরা। অথবা জয়ের বিষয়ে সম্পূর্ণ আশাবাদী ছিল বিজেপি।এমন ১৯টি আসনে প্রথম পর্যায়ে বিজেপির বিশেষ নজর।
advertisement
আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদির ফোন পেয়েই উপমুখ্যমন্ত্রী হলেন দেবেন্দ্র ফড়নবিস? বিজেপির অন্দরের খবর কী?
advertisement
এই সব কেন্দ্রে চলবে টানা জনসংযোগ কর্মসূচি। এর জন্য শীঘ্রই বঙ্গে আসতে শুরু করবেন স্মৃতি ইরানি, নির্মলা সীতারমণ, ধর্মেন্দ্র প্রধান, কিরণ রিজিজুর মতো বিজেপির নেতা-মন্ত্রীরা। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'যেখানে আমরা হেরেছিলাম বা কম মার্জিনে হেরেছিলাম সেই সব কেন্দ্রগুলিতে টার্গেট করে আমরা প্রস্তুতি নিচ্ছি। এটা আমাদের রুটিন কর্মসূচি। গোটা দেশের মধ্যে এই রাজ্যে ১৯টি এই ধরনের কেন্দ্র রয়েছে। গোটা ভারতে ১৪০টি আসন এই ভাবে টার্গেট করা হয়েছে সেখানে আমাদের নেতা-মন্ত্রীরা যাবেন৷'
advertisement
সূত্রের খবর, পর্যায়ক্রমে শীঘ্রই বঙ্গ সফর শুরু করতে চলেছেন এক ঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী তথা দক্ষ সংগঠকরা। বিজেপির এই বিশেষ কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘প্রবাস’। ২১ জুলাই তৃণমূলের 'শহিদ দিবস'। তার আগেই, ১৫ জুলাইয়ের মধ্যে প্রথম পর্যায়ের কর্মসূচি শেষ করতে চাইছে গেরুয়া শিবির। বিজেপি শিবির সূত্রে জানা গিয়েছে, 'প্রবাস' কর্মসূচির রিপোর্ট পৌঁছে যাবে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার হাতে।
advertisement
দ্বিতীয় পর্যায়ের 'প্রবাস' শুরু হবে জুলাই মাসের শেষের দিকে বলে খবর।। তখন থেকে ধাপে ধাপে বাকি আসনগুলিতেও শক্তি বৃদ্ধিতে ঝাঁপাবে দল। কিন্তু কোন ১৯টি আসনকে টার্গেট করছে পদ্ম ব্রিগেড? বিজেপি সূত্রের খবর, এই তালিকায় রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবারও। নজরে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রও।এছাড়া বিজেপির বিশেষ নজরে মালদা, কৃষ্ণনগর দক্ষিণ , জয়নগর, মথুরাপুর, বারাসাত, বসিরহাট, দমদম, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, উলুবেরিয়া, হাওড়া, শ্রীরামপুর, আরামবাগ, কাঁথি, তমলুক, ঘাটাল, বোলপুর এবং বর্ধমান পূর্ব।
advertisement
তবে গেরুয়া শিবিরের এই কর্মসূচি নিয়ে মাথা ঘামাতে রাজি নয় শাসক দল। তৃণমূল নেতৃত্বের কথায়, 'এ সবই লোক দেখানো৷'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jul 03, 2022 12:03 AM IST










