BJP State Committee: তৈরি শমীকের ‘বাহিনী’! রাজ্য কমিটিতে তাপস রায়, খগেন মুর্মু, সৌমিত্র খাঁ
- Reported by:Susmita Mondal
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
অগ্নিমিত্রা পাল আগে ছিলেন সাধারণ সম্পাদক তাঁকে করা হল সহ-সভাপতি৷ জগন্নাথ চট্টোপাধ্যায় ছিলেন সাধারণ সম্পাদক হলেন সহ-সভাপতি৷ বিধায়ক দীপক বর্মন সাধারণ সম্পাদক হলেন সহ-সভাপতি৷ মনোজ টিজ্ঞা হলেন সহ-সভাপতি৷
কলকাতা: ছাব্বিশের বিধানসভায় সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে চায় রাজ্য বিজেপি৷ অন্তত নরেন্দ্র মোদি, অমিত শাহের মতো কেন্দ্রীয় নেতৃত্বের তৎপরতা থেকে স্পষ্ট৷ তার আগে রাজ্য কমিটিকে ঢেলে সাজালেন নেতৃত্ব৷ বণ্টন করা হল বিশেষ দায়িত্ব৷ প্রধান মুখপাত্র করা হল দেবজিৎ সরকারকে৷ সাধারণ সম্পাদকের পথ থেকে নাম বাদ গেল জগন্নাথ চট্টোপাধ্যায়, দীপক বর্মন, অগ্নি মিত্রা পল-এর।
তৃণমূল থেকে বিজেপিতে আসার পরে তাপস রায়কে দেওয়া হল রাজ্যের সহ-সভাপতির দায়িত্ব৷ সাধারণ সম্পাদক পদে নতুন মুখ সৌমিত্র খাঁ৷ লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতকে পুনর্বহাল করা হল সাধারণ সম্পাদক পদে।
বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পর প্রায় ছয় মাস কেটে গেছে। অবশেষে আজ, বুধবার ঘোষণা হল রাজ্য কমিটি। একাধিক পরিবর্তন রাজ্য কমিটিতে।
advertisement
advertisement
অগ্নিমিত্রা পাল আগে ছিলেন সাধারণ সম্পাদক তাঁকে করা হল সহ-সভাপতি৷ জগন্নাথ চট্টোপাধ্যায় ছিলেন সাধারণ সম্পাদক হলেন সহ-সভাপতি৷ বিধায়ক দীপক বর্মন সাধারণ সম্পাদক হলেন সহ-সভাপতি৷ মনোজ টিজ্ঞা হলেন সহ-সভাপতি৷
এছাড়াও রাজ্য বিজেপিতে পাঁচ সাধারণ সম্পাদক এর মধ্যে একাধিক পরিবর্তন। লকেট চট্টোপাধ্যায় জ্যোতির্ময় সিং মাহাতকে পুনর্বহাল করা হয়েছে সাধারণ সম্পাদক পদে। সাধারণ সম্পাদক পদে নতুন মুখ বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ৷ এছাড়াও, নতুন মুখ শশী অগ্নিহোত্রী৷
advertisement
সহ-সভাপতি পদে নতুন মুখ তাপস রায় নিশীত প্রামাণিক৷ এছাড়াও, মোর্চা গুলিতেও একাধিক পরিবর্তন৷ যুব মোর্চা অপরিবর্তিত থাকলেন ইন্দ্রনীল খান৷ মহিলা মোর্চা অপরিবর্তিত থাকলেন ফাল্গুনী পাত্র৷
advertisement
ST মোর্চার নতুন মুখ নিয়ে আসা হল খগেন মুর্মুকে৷ কিষাণ মোর্চা মহাদেব সরকার ছিলেন নিয়ে আসা হল রাজীব ভৌমিককে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Jan 07, 2026 1:41 PM IST










