নজরে পঞ্চায়েত নির্বাচন, আজ সংযুক্ত মোর্চার নেতৃত্বদের নিয়ে কলকাতায় বিশেষ সাংগঠনিক বৈঠক পদ্ম শিবিরের  

Last Updated:

কেন্দ্র ও রাজ্যের গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব থাকবেন বৈঠকে।  

নজরে পঞ্চায়েত নির্বাচন, আজ সংযুক্ত মোর্চার নেতৃত্বদের নিয়ে কলকাতায় বিশেষ সাংগঠনিক বৈঠক পদ্ম শিবিরের
নজরে পঞ্চায়েত নির্বাচন, আজ সংযুক্ত মোর্চার নেতৃত্বদের নিয়ে কলকাতায় বিশেষ সাংগঠনিক বৈঠক পদ্ম শিবিরের
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা-  দলের পদাধিকারীদের নিয়ে পর্যায়ক্রমে দু'দিনব্যাপী সাংগঠনিক বৈঠকের পর এবার সাতটি মোর্চার পদাধিকারীদের নিয়ে বৈঠকে বসতে চলেছে বঙ্গ বিজেপি। আজ, বৃহস্পতিবার  ইজেডসিসি-তে   অনুষ্ঠিত হবে  সাংগঠনিক বৈঠক। যে বৈঠকের নেতৃত্ব দেবেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ মঙ্গল পান্ডে-সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ-সহ সাতটি মোর্চার দায়িত্বপ্রাপ্ত নবনিযুক্ত পদাধিকারীরাও বৈঠকে উপস্থিত থাকবেন ৷
দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনকে সামনে রেখেই বিভিন্ন মোর্চা নেতৃত্বদের নিয়ে আলাদা করে বৈঠকে বসতে চলেছে গেরুয়া শিবির। বিজেপি সূত্রে জানা গিয়েছে, দলের যে সাতটি মোর্চা রয়েছে তার মধ্যে যুব মোর্চা, মহিলা মোর্চা, কিষান মোর্চা, ওবিসি মোর্চা, তফশিলি মোর্চা, তপশিলি উপজাতি মোর্চা এবং সংখ্যালঘু- এই সংযুক্ত মোর্চার যারা সভাপতি, সাধারণ সম্পাদক, রাজ্যের পদাধিকারী, জেলা সভাপতি এবং জেলা ইনচার্জদের প্রত্যেককেই বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে। গত রবিবার ও সোমবার এই দু'দিন ব্যাপী হেস্টিংসের সাংগঠনিক বৈঠকে একেবারে সময় ধরে ধরে বৈঠক হয়। গ্রাম যার বাংলা তার।
advertisement
advertisement
গেরুয়া শিবিরের শীর্ষ নেতাদের এই ধারণা থেকেই চব্বিশের লোকসভা নির্বাচনকে ফাইনাল ম্যাচ ধরে নিয়ে পঞ্চায়েত ভোটকে তারা সেমিফাইনাল হিসেবেই দেখতে চাইছে। তাই একদিকে যেমন সংগঠন সাজাতে কোমর বেঁধে নেমেছে গেরুয়া শিবির। পাশাপাশি পঞ্চায়েত স্তরে ইস্যুভিত্তিক আন্দোলন গড়ে তোলার ডাক দেয় নেতৃত্ব। একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের দুর্নীতির প্রচারের পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্পের সুফল নিয়েও সাধারণ মানুষের কাছে গিয়ে প্রচার চালানোর কথাও এই বৈঠকে উঠে আসে বলে পদ্ম শিবির সূত্রের খবর। এবার এই বৈঠকের রেশ কাটতে না কাটতেই পৃথকভাবে আজ, বৃহস্পতিবার দলের সংযুক্ত মোর্চার যারা নেতৃত্ব তাদের নিয়ে বৈঠকে বসতে চলেছে বিজেপির শীর্ষ শিবির। আগামী পঞ্চায়েত নির্বাচনে কী ভাবে চলতে হবে তার রণকৌশল ঠিক হবে আজকের বৈঠকে বলে বিজেপি সূত্রের খবর।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নজরে পঞ্চায়েত নির্বাচন, আজ সংযুক্ত মোর্চার নেতৃত্বদের নিয়ে কলকাতায় বিশেষ সাংগঠনিক বৈঠক পদ্ম শিবিরের  
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement