BJP: নিজের ছবিও দিলেন না! পতাকায় কেবল পদ্ম, কোন বার্তা দিচ্ছেন বিজেপির নয়া রাজ্য সভাপতি শমীক?
- Published by:Ankita Tripathi
- Written by:Susmita Mondal
Last Updated:
BJP: ব্যক্তির চেয়ে দল বড়। বঙ্গ বিজেপির সভাপতিত্বের দায়িত্ব হাতে নিয়েই একথা স্পষ্ট করে দিয়েছেন নয়া রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এটা যে স্রেফ কথার কথা নয়, হাতে কলমে তার প্রমাণও দিলেন নয়া রাজ্য সভাপতি।
কলকাতা: পূর্বে মুরলিধর সেন লেনের বিজেপি দফতর কিংবা সল্টলেক দফতরের প্রেস কনফারেন্সের পেছনে থাকত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা রাজ্য নেতৃত্বের ছবি। কিন্তু শমীক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পরেই বদলে গেল মুরলিধর সেন লেনের প্রেস কনফারেন্স হলের ছবি। সাংবাদিক সম্মেলনের পেছনে কেবল পদ্মের ছবি।
ব্যক্তির চেয়ে দল বড়। বঙ্গ বিজেপির ব্যাটন হাতে নিয়েই একথা স্পষ্ট করে দিয়েছেন নয়া রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এটা যে স্রেফ কথার কথা নয়, হাতেকলমে তার প্রমাণও দিলেন শনিবার এই ছবি বদলের ঘটনা সামনে এনে। দলীয় কার্যালয়ে মুরলিধর সেন লেনে যেখানে সাংবাদিক সম্মেলন হয়, সেই ঘরের ব্যাকগ্রাউন্ডে নিজের ছবি লাগাতে গররাজি শমীক ভট্টাচার্য। বদলে টাঙানো হল দলীয় প্রতীক পদ্মের বড়সড় ফ্লেক্স।
advertisement
advertisement
সূত্রের খবর, নয়া রাজ্য সভাপতি সাফ জানিয়েছেন, মুখ নয়, প্রতীক বড়। ব্যাকগ্রাউন্ডে তাঁর ছবি থাকবে না। শুধু দলের প্রতীক থাকবে। সেই মতো শনিবার মুরলি ধর সেন লেনের পুরোনো রাজ্যদপ্তরে কনফারেন্স হলে পদ্ম প্রতীকের ফ্লেক্স লাগানো হয়েছে। শুধু তাই নয়, কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী নিতেও রাজি নন শমীক ভট্টাচার্য। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন এভাবেই সাধারণ কর্মীদের আরও কাছের হয়ে উঠতে চাইছেন বিজেপির নয়া রাজ্য সভাপতি।
advertisement
যদিও বিজেপি রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই শমীক ভট্টাচার্য বিজেপির পুরনো কর্মীদের নতুন করে চাঙ্গা করার পরিকল্পনা নিয়েছে। শুধু তাই নয় নিত্যদিন পুরোনো কর্মীদের সঙ্গে দেখা করে বৈঠকের পরিকল্পনা সারছেন তিনি। সুতরাং এ কথায় স্পষ্ট মানুষের লোকসভা নির্বাচনে তুলনামূলক ভালো ফলের পর হারিয়ে যাওয়া জেলা সংগঠনকেই আবারো ফিরিয়ে আনতে তৎপর বর্তমান রাজ্য সভাপতি।
advertisement
রাজনৈতিক মহল মনে করছে, ঐক্যের বার্তা তুলে ধরতেই নিজের বদলে দলীয় প্রতীকের ফ্লেক্স টাঙানোর সিদ্ধান্ত নিলেন শমীক ভট্টাচার্য। আদি নব্যদ্বন্দ্ব ঘুচিয়ে বঙ্গ বিজেপি আগামী দিনে ঘুরে দাঁড়ানোর লড়াইয়েয়ে কতখানি সফল হয় সেটাই দেখার। যদিও রাজ্য সভাপতির দায়িত্ব কাঁধে নেওয়ার পরই নতুন পুরনো সকলেই এক সেই বার্তায় তুলে ধরার চেষ্টা করেছেন গোটা বঙ্গ বিজেপির কর্মী সমর্থকদের কাছে শমীক ভট্টাচার্য।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 05, 2025 7:47 PM IST