'‘দেশের সমস্ত রাজ্যের মধ্যে বাংলার কৃষকরা সব দিক থেকে বঞ্চিত’’ তোপ সুকান্ত মজুমদারের, আজ থেকে শুরু কিষাণ মোর্চার শিবির
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
পাখির চোখ পঞ্চায়েত ভোট। সর্বভারতীয় স্তরে বিজেপির গুরুত্ব বাংলাকে। আজ থেকে কিষান মোর্চার প্রশিক্ষণ শিবির শুরু। বিশেষ নজরে বাংলা। কোন কোন বিষয়ে আলোচনা হবে শিবিরে?
#কলকাতা: আজ থেকে শুরু হতে চলেছে বিজেপির কৃষক সংগঠনের দুদিন ব্যাপী প্রশিক্ষণ শিবির। কিষান মোর্চার দু দিনব্যাপী এই প্রশিক্ষণ শিবির হবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার লাটাগুড়িতে। পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের ছটি জেলার প্রথম শ্রেণীর কৃষক নেতারা অংশ নেবেন এই কর্মসূচিতে।
বাংলায় পঞ্চায়েত নির্বাচনের আগে এ রাজ্যে সর্বভারতীয় স্তরে কিষান মোর্চার প্রশিক্ষণ শিবির রাজনৈতিকভাবে যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল। আগামী দিনে কোন পথে হবে কৃষক আন্দোলন? সে ব্যাপারে বিস্তারিত আলোচনার মাধ্যমে তৈরি হবে রণকৌশল বলে বিজেপি সূত্রের খবর। প্রথম দিনের প্রশিক্ষণ শিবিরে এ রাজ্য থেকে কৃষক নেতৃত্বের পাশাপাশি অংশ নেবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে যাওয়ার আগে তিনি দাবি করে বলেন, '‘দেশের সমস্ত রাজ্যের মধ্যে বাংলার কৃষকরা সব দিক থেকে বঞ্চিত। এখানকার রাজ্য সরকার কৃষকদের নিয়ে ছিনিমিনি খেলছে। উৎসবের মরশুম শেষ হলেই আমরা কৃষক স্বার্থে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব৷’’
advertisement
advertisement
বিজেপির কৃষক সংগঠন কিষান মোর্চার রাজ্য নেতৃত্বের কথা থেকে স্পষ্ট যে, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিজেপি যে কৃষক দরদী সেটাই প্রচারের হাতিয়ার করতে চলেছে কৃষক নেতৃত্ব। দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত নির্বাচনে সর্বভারতীয় স্তরে গেরুয়া শিবিরের গুরুত্ব বাংলাকে। বিশেষ নজরে উত্তরবঙ্গ।
advertisement
বিজেপির সর্বভারতীয় কিষান মোর্চার দুদিনের প্রশিক্ষণ শিবির হতে চলেছে এ রাজ্যে। এই প্রথম । বৈদিক ভিলেজের পর উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার লাটাগুড়িতে রিসর্টে কিষান মোর্চার আজ, বুধবার থেকে দু'দিনব্যাপী প্রশিক্ষণ শিবির। আয়োজনে ভারতীয় জনতা কিষান মোর্চা, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি।
advertisement
বাংলা ছাড়াও ওড়িশা, ঝাড়খন্ড, বিহার, ছত্রিশগড় এবং আন্দামানের কৃষক নেতৃত্ব কোন পথে কৃষক আন্দোলন ? তার রূপরেখা চূড়ান্ত করবেন এই শিবির থেকে বলে জানা গেছে। পাখির চোখ এ রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। বিশেষ নজরে বাংলার কৃষক আন্দোলন। বাংলায় কৃষক আত্মহত্যা থেকে কৃষকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কোন পথে আন্দোলন সংগঠিত করা হবে সে ব্যাপারেও আলোচনা হবে। রণকৌশল তৈরি হবে কৃষক আন্দোলনেরও।
advertisement
VENKATESWAR LAHIRI
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 21, 2022 6:49 AM IST