'‘দেশের সমস্ত রাজ্যের মধ্যে বাংলার কৃষকরা সব দিক থেকে বঞ্চিত’’ তোপ সুকান্ত মজুমদারের, আজ থেকে শুরু কিষাণ মোর্চার শিবির

Last Updated:

পাখির চোখ পঞ্চায়েত ভোট। সর্বভারতীয় স্তরে বিজেপির গুরুত্ব বাংলাকে। আজ থেকে কিষান মোর্চার প্রশিক্ষণ শিবির শুরু। বিশেষ নজরে বাংলা। কোন কোন বিষয়ে আলোচনা হবে শিবিরে?

BJP's  Kishan Morcha workshop is starting from today in jalpaiguri
BJP's Kishan Morcha workshop is starting from today in jalpaiguri
#কলকাতা:  আজ থেকে শুরু হতে চলেছে বিজেপির কৃষক সংগঠনের দুদিন ব্যাপী প্রশিক্ষণ শিবির। কিষান মোর্চার দু দিনব্যাপী এই প্রশিক্ষণ শিবির হবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার লাটাগুড়িতে। পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের ছটি জেলার প্রথম শ্রেণীর কৃষক নেতারা অংশ নেবেন এই কর্মসূচিতে।
বাংলায় পঞ্চায়েত নির্বাচনের আগে এ রাজ্যে সর্বভারতীয় স্তরে কিষান মোর্চার প্রশিক্ষণ শিবির রাজনৈতিকভাবে যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল। আগামী দিনে কোন পথে হবে কৃষক আন্দোলন? সে ব্যাপারে বিস্তারিত আলোচনার মাধ্যমে তৈরি হবে রণকৌশল বলে বিজেপি সূত্রের খবর। প্রথম দিনের প্রশিক্ষণ শিবিরে এ রাজ্য থেকে কৃষক নেতৃত্বের পাশাপাশি অংশ নেবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে যাওয়ার আগে তিনি দাবি করে বলেন, '‘দেশের সমস্ত রাজ্যের মধ্যে বাংলার কৃষকরা সব দিক থেকে বঞ্চিত। এখানকার রাজ্য সরকার কৃষকদের নিয়ে ছিনিমিনি খেলছে। উৎসবের মরশুম শেষ হলেই আমরা কৃষক স্বার্থে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব৷’’
advertisement
advertisement
বিজেপির কৃষক সংগঠন কিষান মোর্চার রাজ্য নেতৃত্বের কথা থেকে স্পষ্ট যে, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিজেপি যে কৃষক দরদী সেটাই প্রচারের হাতিয়ার করতে চলেছে কৃষক নেতৃত্ব। দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট।  পঞ্চায়েত নির্বাচনে সর্বভারতীয় স্তরে গেরুয়া শিবিরের গুরুত্ব বাংলাকে। বিশেষ নজরে উত্তরবঙ্গ।
advertisement
বিজেপির সর্বভারতীয় কিষান মোর্চার দুদিনের প্রশিক্ষণ শিবির হতে চলেছে এ রাজ্যে। এই প্রথম । বৈদিক ভিলেজের পর উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার লাটাগুড়িতে  রিসর্টে   কিষান মোর্চার আজ, বুধবার থেকে দু'দিনব্যাপী প্রশিক্ষণ শিবির। আয়োজনে ভারতীয় জনতা কিষান মোর্চা, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি।
advertisement
বাংলা ছাড়াও ওড়িশা, ঝাড়খন্ড, বিহার,  ছত্রিশগড় এবং আন্দামানের কৃষক নেতৃত্ব কোন পথে কৃষক আন্দোলন ? তার রূপরেখা চূড়ান্ত করবেন এই শিবির থেকে বলে জানা গেছে। পাখির চোখ এ রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। বিশেষ নজরে বাংলার কৃষক আন্দোলন। বাংলায় কৃষক আত্মহত্যা থেকে কৃষকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কোন পথে আন্দোলন সংগঠিত করা হবে সে ব্যাপারেও আলোচনা হবে। রণকৌশল তৈরি হবে কৃষক আন্দোলনেরও।
advertisement
VENKATESWAR  LAHIRI
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'‘দেশের সমস্ত রাজ্যের মধ্যে বাংলার কৃষকরা সব দিক থেকে বঞ্চিত’’ তোপ সুকান্ত মজুমদারের, আজ থেকে শুরু কিষাণ মোর্চার শিবির
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement