Mamata Banerjee VS Priyanka Tibrewal| ভোট টানতে বিজেপির নয়া কৌশল, প্রিয়াঙ্কাও 'দিদি!

Last Updated:

Mamata Banerjee VS Priyanka Tibrewal- বাংলায় ছেলেদের 'দাদা', আর মেয়েদের 'দিদি' বলা হয়, বলছেন অর্জুন। চিঠির পাশাপাশি, নিজের পদবীও ছিঁড়ে ফেললেন, এ কেমন প্রার্থী? কটাক্ষ কুণালে?

ভবানীপুরে প্রিয়াঙ্কাও দিদি।
ভবানীপুরে প্রিয়াঙ্কাও দিদি।
#কলকাতা: ভবানীপুর জুড়ে শুধুই 'দিদি' (Mamata Banerjee VS Priyanka Tibrewal)। হাই প্রোফাইল এই কেন্দ্রে নজর সকলের৷ কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ওরফে দিদি এই বিধানসভা কেন্দ্র থেকেই লড়াই করছেন। তার জন্যে তৈরি হয়েছে বিশেষ স্লোগান। উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে। আর এখানেই 'ঘরের মেয়ে'র সঙ্গে লড়াইয়ে নয়া পোস্টার নিয়ে হাজির বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal) থুরি প্রিয়াঙ্কা দিদি। হ্যাঁ,  প্রিয়াঙ্কা দিদি'ই।
ক্যামাক স্ট্রিট থেকে হরিশ মুখার্জি স্ট্রিট। শরৎ বোস রোড থেকে ভবানীপুরের অলি-গলি। নরেন্দ্র মোদির পাশে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা দিদি। গেরুয়া ব্যাকড্রপের পোস্টার ভবানীপুর বিধানসভার আনাচে কানাচে ঘুরে বেড়ালেই নজরে পড়বে সকলের৷ আর এহেন 'দিদি'র লড়াইকে কটাক্ষ করতে শুরু করেছেন তৃণমূল নেতারা।
advertisement
advertisement
রাজনৈতিক মহলের মতে, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee ) বিরুদ্ধে লড়াই যে কোনও রাজনৈতিক দলের প্রতিনিধির কাছেই বেশ কঠিন ও চ্যালেঞ্জিং। বিশেষ করে যখন সদ্য সমাপ্ত নির্বাচনে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় প্রায় ২৮ হাজার ভোটে জয় লাভ করেন। আর যে ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লড়াই করছেন সেখানে লড়াই আরও কঠিন হয়ে পড়ছে। তাই ঘরের মেয়ের ইমেজের সাথে লড়াই করতে নেমে 'দিদি' শব্দেই জোর দিচ্ছে বিজেপি। ভবানীপুরের দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। দেওয়াল লিখন হোক বা পোস্টার বা ফ্লেক্স সবেতেই উল্লেখ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। সেখানে উল্লেখ আছে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা দিদি হিসাবে নাম। আর এই নয়া পোস্টার ঘিরেই চলছে রাজনৈতিক আলোচনা।
advertisement
তৃণমূল নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, "হুম, পোস্টার তো নজরে এসেছে। মজার ব্যাপার এটা। উনি ওনার দলের কর্মীদেরকে বলেছেন ওরে ভাই আমার পদবি লিখিস না। তাই প্রিয়াঙ্কার পাশে টিব্রেওয়াল লেখা যাচ্ছে না। পদবীই উনি ছেড়ে দিলেন। আসলে লোক হাসাচ্ছেন উনি। গো-হারা হারবেন তো তাই এমন সব প্রচার করছেন।"
বিজেপির কর্মীরা অবশ্য বলছেন, দিদি নিয়ে এত আপত্তির কি আছে? উনি তো আমাদের দিদি'ই। আর ভোটে দাঁড়ানো আর না দাঁড়ানোর সাথে দিদি বলা বা লেখার কোনও সম্পর্ক নেই।
advertisement
বিজেপি সাংসদ অর্জুন সিং জানিয়েছেন, বাংলা সংস্কৃতিতে ছেলেদের দাদা আর মেয়েদের দিদি বলা হয়। এটাও সেরকমই একটা ব্যাপার। কুণাল ঘোষ অবশ্য বলছেন, 'চিঠির পাশাপাশি ছিঁড়ে ফেলছেন পদবীও। এ কেমন প্রার্থী?'
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee VS Priyanka Tibrewal| ভোট টানতে বিজেপির নয়া কৌশল, প্রিয়াঙ্কাও 'দিদি!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement