Ration Scam Case: রেশন বন্টন দুর্নীতি ইস্যুতে এবার খাদ্যভবন অভিযানের ডাক বিজেপির কিষান মোর্চার
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
আগামী ৩ নভেম্বর শুক্রবার বিজেপির রাজ্য দফতর মুরলীধর সেন লেন থেকে মিছিল করে খাদ্যভবন পর্যন্ত যাবে কিষান মোর্চা। এই কর্মসূচিতে জেলা এবং রাজ্য কমিটির নেতৃত্বরাও হাজির থাকবেন বলে বিজেপি সূত্রের খবর।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: রেশন বন্টন দুর্নীতি ইস্যুতে খাদ্যভবন অভিযানের ডাক দিল বিজেপির কিষান মোর্চা। আগামী ৩ নভেম্বর শুক্রবার বিজেপির রাজ্য দফতর মুরলীধর সেন লেন থেকে মিছিল করে খাদ্যভবন পর্যন্ত যাবে কিষান মোর্চা। এই কর্মসূচিতে জেলা এবং রাজ্য কমিটির নেতৃত্বরাও হাজির থাকবেন বলে বিজেপি সূত্রের খবর।
উত্তর কলকাতা জেলার ভারতীয় জনতা কিষান মোর্চার সভাপতি চন্দন প্রামাণিক বলেন, ‘‘প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পর যেভাবে রেশন বন্টন দুর্নীতির একের পর এক তথ্য সামনে আসছে তা থেকেই স্পষ্ট কোটি কোটি টাকার রেশন দুর্নীতি হয়েছে। আমাদের দাবি, রেশন দুর্নীতির সঙ্গে যুক্ত আধিকারিক থেকে শাসকদলের নেতা মন্ত্রীদের প্রত্যেককে গ্রেফতার করা হোক।’’
advertisement
advertisement
বিজেপি সূত্রের খবর, আগামী শুক্রবার বিজেপি রাজ্য দফতর থেকে বেলা ১২টায় খাদ্য ভবন পর্যন্ত প্রতিবাদ মিছিল করার পর খাদ্য ভবনের সামনে রেশন বন্টনের হিসেব দাবি করে ধর্না অবস্থানে বসবে আন্দোলনকারীরা। রেশন দুর্নীতি কান্ডে ব্যবসায়ী বাকিবুর রহমান থেকে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে। প্রায় প্রতিদিনই বিপুল সম্পত্তির মিলছে খোঁজ। এই পরিস্থিতিতে শুধুমাত্র খাদ্য ভবন অভিযানই নয়, আগামী দিনে জেলায় জেলায় রেশন দোকানের সামনেও বিক্ষোভ কর্মসূচি পালন করবে বঙ্গ পদ্ম শিবির বলে জানা গেছে। কেন্দ্রের পাঠানো খাদ্য সামগ্রীর হিসেব সরকার শ্বেতপত্র আকারে প্রকাশ করা না পর্যন্ত আন্দোলন চলবে এবং আগামী দিনে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়ানো হবে বলেও হুঁশিয়ারি গেরুয়া শিবিরের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
November 01, 2023 6:47 AM IST