‘দু’বছরের মধ্যেই Tinder-এ সঙ্গী খুঁজছ...!’ মৃতা স্ত্রীর মেসেজ পেয়ে হাড় হিম হয়ে গেল যুবকের
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
এক যুবক দাবি করেছেন তাঁর স্ত্রী, মৃত্যুর দু’বছর পর Tinder-এ তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। শুধু তাই নয়, মাত্র দু’বছরের মধ্যেই কেন স্বামী Tinder-এ নতুন সঙ্গীর খোঁজ করছেন তাঁর কৈফিয়ত-ও চেয়েছেন।
প্রভাতকুমার মুখোপাধ্যায়ের রসময়ী তাঁর স্বামীকে ভাগ হতে দিতে চাননি। মরে ‘ভূত’ হয়ে যাওয়ার পরও চিঠি ‘পাঠিয়ে’ স্বামীর দ্বিতীয় বিবাহের ইচ্ছাকে একেবারে নির্মূল করে রেখে দিয়েছেন। সে তো গল্প।
কিন্তু ঘোর বাস্তবেও ঘটেছে ঠিক এমনই এক ঘটনা। তাও প্রভাতকুমারের আপন দেশে নয়। সুদূর ইংল্যান্ডে।
সে দেশের এক যুবক দাবি করেছেন তাঁর স্ত্রী, মৃত্যুর দু’বছর পর Tinder-এ তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। শুধু তাই নয়, মাত্র দু’বছরের মধ্যেই কেন স্বামী Tinder-এ নতুন সঙ্গীর খোঁজ করছেন তাঁর কৈফিয়ত-ও চেয়েছেন। রসময়ীর সঙ্গে বড় মিল মৃতার। তবে ওই ব্যক্তি তাঁর যে অভিজ্ঞতার কথা বলেছেন, তাতে গল্প ‘রসময়ীর রসিকতা’ দিয়ে শুরু হলেও শেষ হয়েছে প্রায় ‘মণিহারা’য় গিয়ে। আর সেই ঘটনা নিয়েই আপাতত উত্তাল সোশ্যাল মিডিয়া।
advertisement
advertisement
রসময়ীর স্বামী ক্ষেত্রমোহন বা মণিমালিকার স্বামী ফণিভূষণের মতোই মৃতা স্ত্রীর হাতে নাস্তানাবুদ হয়েছেন যুক্তরাজ্যের যুবক ডেরেক। আর পাঁচজন সাধারণ মানুষের মতোই Tinder-এ প্রোফাইল খুলেছিলেন তিনি। বছর দুয়েক আগে তাঁর স্ত্রী অ্যালিসনের মৃত্যু হয়েছে ক্যানসারে। নতুন করে জীবন শুরু করার বাসনাতেই নতুন সঙ্গী খুঁজতে শুরু করেছিলেন ডেরেক। হঠাৎ একদিন দেখেন অ্যালিসনের প্রোফাইল জ্বলজ্বল করছে Tinder-এ। ভাল করে পরীক্ষা করে দেখেন, ছবিগুলি তাঁর স্ত্রীরই। তবে এমন কিছু ছবি যা তিনি কখনও দেখেননি। মনেও করতে পারেন না। ওই প্রোফাইলের সঙ্গে ম্যাচ করান ডেরেক। কিন্তু কোনও উত্তর আসে না।
advertisement
প্রায় ২ দিন পর ডেরেকের সঙ্গে অ্যালিসনের ম্যাচ হয় রাত প্রায় ৩.৩৩ নাগাদ। চমকে উঠেই একের পর এক মেসেজ পাঠাতে শুরু করেন ডেরেক। কার প্রোফাইল, কেন এভাবে তাঁর মৃতা স্ত্রীর নামে ভুয়ো প্রোফাইল খোলা হয়েছে, তাঁর ছবি কোথায় পেলেন… ইত্যাদি জিজ্ঞাসা করেন।
উত্তর আসে না।
প্রায় ২৪ ঘণ্টা পর মধ্যরাতে বেজে ওঠে নোটিফিকেশন। মেসেজে লেখা হয়, ‘ডেরেক, তোমার কথা খুব মনে পড়ে, যা হয়েছে তার জন্য আমি দুঃখিত… তুমি ঘরে আছো? আমি বাইরে, আমাকে ভিতরে আসতে দাও…’
advertisement
একটি পডকাস্ট শো-তে এর পরের অভিজ্ঞতার কথা জানিয়েছেন ডেরেক। তিনি দাবি করেছেন ভয়ে তিনি বিছানার সঙ্গে মিশে যান। দরজা খুলে দেখার মতো পরিস্থিতিই ছিল না। কিন্তু খানিক বাদে অনুভব করেন ঘরে কেউ রয়েছে। Tinder-এ আবার ভেসে ওঠে মেসেজ, ‘তুমি খুব তাড়াতাড়ি Tinder-এ প্রোফাইল খুলে ফেললে ডেরি…’
advertisement
ডেরেকের দাবি, তাঁর স্ত্রী যে তাঁকে ডেরি বলে ডাকতেন এটা কারও জানার কথা নয়।
ডেরেক জানান এর পর তিনি অন্ধকার ঘরেই অ্যালিসনকে উদ্দেশ্য করে বলতে শুরু করেন, ‘আমি তোমাকে খুব ভালবাসি, কিন্তু আমাকে তো বাঁচতে হবে। তাই আমার জীবনে এগিয়ে যেতে চাই…’।
তাঁর দাবি, এরপর তিনি বাড়ির মূল ফটক বন্ধ হওয়ার শব্দ পান। তারপর Tinder-এ ফিরে গিয়ে দেখেন অ্যালিসনের প্রোফাইলটা আর নেই। কোনও মেসেজও নেই।
advertisement
শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে ভুলে গেলে চলবে না, আজ ৩১ অক্টোবর। পশ্চিমা দুনিয়ায় এই দিনটা পালন করা হয় হ্যালোউইন ডে হিসেবে। সপ্তাহ দুয়েক পরে এদেশেও পালিত হবে ভূত চতুর্দশী। অ্যালিসনের ফিরে আসা কি তারই পূর্বাভাস?
view commentsLocation :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
October 31, 2023 6:28 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
‘দু’বছরের মধ্যেই Tinder-এ সঙ্গী খুঁজছ...!’ মৃতা স্ত্রীর মেসেজ পেয়ে হাড় হিম হয়ে গেল যুবকের

