মুখ নেই, সংগঠন নেই...! বঙ্গে ভোট জিততে রাজ্য বিজেপির ভরসা সেই মোদি শাহ, বিহার জিততেই বাংলায় রণনীতি তৈরিতে দৌড়-ঝাঁপ গেরুয়া শিবিরে!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:Susmita Mondal
Last Updated:
BJP: বঙ্গে জয়ের জন্য বা বিধানসভা নির্বাচনের জন্য রাজ্য বিজেপির ভরসা সেই মোদি, অমিত শাহ। দলের সংগঠনের থেকে রাজ্য বিজেপি মনে করে মোদি- শাহই বাংলার বিধানসভা ভোট পার করে দেবে।
বাংলা: বঙ্গে জয়ের জন্য বা বিধানসভা নির্বাচনের জন্য রাজ্য বিজেপির ভরসা সেই মোদি, অমিত শাহ। দলের সংগঠনের থেকে রাজ্য বিজেপি মনে করে মোদি- শাহই বাংলার বিধানসভা ভোট পার করে দেবে।
রাজ্যের সংগঠন ততটা পোক্ত নয়। তবুও রাজ্য বিজেপির নেতারা মনে করেন, সংগঠনের থেকেও মোদি অমিত শাহ বাংলার নিবাচনের দায়িত্ব নেবেন। তাতেই বাজিমাত হবে বঙ্গে। প্রধানমন্ত্রীর জনসভা, প্রায় কাছাকছি অমিত শাহের সভা বাংলা বিজেপিকে তরতাজা করে দেবে। মত এক বিজেপির রাজ্য নেতার।
advertisement
advertisement
সূত্রের খবর, এই মাসের শেষে বা সামনের মাসেই অমিত শাহ আসতে পারেন সাংগঠনিক বৈঠক করতে। এই বৈঠকেই দলের খোলনোলচে বদলে দেবেন তিনি। দলকে করবেন নিবাচনমুখী। রাজ্য সভাপতির মতে, “নিবাচন জেতাতে অমিত শাহর বিকল্প নেই সারা ভারতবর্ষে”।
advertisement
দলের মতে, প্রচারে এবার সবচেয়ে জোর দেওয়া হবে নারী নির্যাতন, রাজ্য সরকারের দুর্নীতি, বিজেপির সুশাসন এবং হিন্দুত্ব। বিরোধী দলনেতা এর মধ্যে বলেছেন, বিজেপি ক্ষমতায় আসলে লক্ষী ভান্ডার তিন হাজার করা হবে । একদিকে মোদিময় প্রচার আর অন্যদিকে ডোল পলিটিকস সহ নানা প্রতিশ্রুতির বন্যা আগামী ২৬ নির্বাচনের প্রধান হাতিয়ার হবে রাজ্য বিজেপির। বিহার নির্বাচনের পর তার প্রস্তূতি শুরু হল বাংলায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 17, 2025 9:04 AM IST

