মুখ নেই, সংগঠন নেই...! বঙ্গে ভোট জিততে রাজ্য বিজেপির ভরসা সেই মোদি শাহ, বিহার জিততেই বাংলায় রণনীতি তৈরিতে দৌড়-ঝাঁপ গেরুয়া শিবিরে!

Last Updated:

BJP: বঙ্গে জয়ের জন্য বা বিধানসভা নির্বাচনের জন্য রাজ্য বিজেপির ভরসা সেই মোদি, অমিত শাহ।‌ দলের সংগঠনের থেকে রাজ্য বিজেপি মনে করে মোদি- শাহই বাংলার বিধানসভা ভোট পার করে দেবে।‌

বাংলায় রণনীতি তৈরিতে দৌড়-ঝাঁপ গেরুয়া শিবিরে
বাংলায় রণনীতি তৈরিতে দৌড়-ঝাঁপ গেরুয়া শিবিরে
বাংলা: বঙ্গে জয়ের জন্য বা বিধানসভা নির্বাচনের জন্য রাজ্য বিজেপির ভরসা সেই মোদি, অমিত শাহ।‌ দলের সংগঠনের থেকে রাজ্য বিজেপি মনে করে মোদি- শাহই বাংলার বিধানসভা ভোট পার করে দেবে।‌
রাজ্যের সংগঠন ততটা পোক্ত নয়। তবুও রাজ্য বিজেপির নেতারা মনে করেন, সংগঠনের থেকেও মোদি অমিত শাহ বাংলার নিবাচনের দায়িত্ব নেবেন। তাতেই বাজিমাত হবে বঙ্গে।‌ প্রধানমন্ত্রীর জনসভা, প্রায় কাছাকছি অমিত শাহের সভা বাংলা বিজেপিকে তরতাজা করে দেবে। মত এক বিজেপির রাজ্য নেতার।
advertisement
advertisement
সূত্রের খবর, এই মাসের শেষে বা সামনের মাসেই অমিত শাহ আসতে পারেন সাংগঠনিক বৈঠক করতে। এই বৈঠকেই দলের খোলনোলচে বদলে দেবেন তিনি। দলকে করবেন নিবাচনমুখী।‌ রাজ্য সভাপতির মতে, “নিবাচন জেতাতে অমিত শাহর বিকল্প নেই সারা ভারতবর্ষে”।
advertisement
দলের মতে, প্রচারে এবার সবচেয়ে জোর দেওয়া হবে নারী নির্যাতন, রাজ্য সরকারের দুর্নীতি, বিজেপির সুশাসন এবং হিন্দুত্ব। বিরোধী দলনেতা এর মধ্যে বলেছেন, বিজেপি ক্ষমতায় আসলে লক্ষী ভান্ডার তিন হাজার করা হবে । একদিকে মোদিময় প্রচার আর অন্যদিকে ডোল পলিটিকস সহ নানা প্রতিশ্রুতির বন্যা আগামী ২৬ নির্বাচনের প্রধান হাতিয়ার হবে রাজ্য বিজেপির। বিহার নির্বাচনের পর তার প্রস্তূতি শুরু হল বাংলায়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মুখ নেই, সংগঠন নেই...! বঙ্গে ভোট জিততে রাজ্য বিজেপির ভরসা সেই মোদি শাহ, বিহার জিততেই বাংলায় রণনীতি তৈরিতে দৌড়-ঝাঁপ গেরুয়া শিবিরে!
Next Article
advertisement
West Bengal Weather Update: কার্তিকেই রাজ্য জুড়ে শীতের আমেজ ! কিছুটা বাড়বে তাপমাত্রা, কুয়াশাচ্ছন্ন আকাশ
কার্তিকেই রাজ্য জুড়ে শীতের আমেজ ! কিছুটা বাড়বে তাপমাত্রা, কুয়াশাচ্ছন্ন আকাশ
  • কার্তিকেই রাজ্য জুড়ে শীতের আমেজ !

  • কিছুটা বাড়বে তাপমাত্রা

  • কুয়াশাচ্ছন্ন আকাশ

VIEW MORE
advertisement
advertisement