নবান্নের সামনে বিক্ষোভ আটকানোই বড় চ্যালেঞ্জ পুলিশের, রণকৌশল তৈরি

Last Updated:

সোমবারই রাজ্য পুলিশের এডিজি সাউথ বেঙ্গল দায়িত্বরত পুলিশের আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন। মঙ্গলবার সকাল থেকেই তদারকিতে নবান্ন সংলগ্ন এলাকায় পুলিশ-সহ গোয়েন্দা বাহিনীর উচ্চ পর্যায়ের আধিকারিকরা।

নবান্নের সামনে বিক্ষোভ আটকানোই বড় চ্যালেঞ্জ পুলিশের, রণকৌশল তৈরি পুলিশের (Photo Courtesy- PTI)
নবান্নের সামনে বিক্ষোভ আটকানোই বড় চ্যালেঞ্জ পুলিশের, রণকৌশল তৈরি পুলিশের (Photo Courtesy- PTI)
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: নবান্ন অভিযানের কৌশল প্রস্তুতি কার্যত সেরে ফেলেছে বিজেপি। পুলিশের চোখে ধুলো দিয়ে নবান্নের সামনে চলে আসবে না তো বিজেপির সদস্যরা? আপাতত পুলিশের কাছে এটাই চ্যালেঞ্জ বলে মনে করছে প্রশাসনিক মহল। তার জন্যই সোমবার রাত থেকেই কার্যত পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে নবান্নকে।
মঙ্গলবার সকাল থেকেই আইজি র‍্যাঙ্কের তিন পুলিশকর্তার নেতৃত্বে গোটা নবান্ন সংলগ্ন এলাকার নিরাপত্তায় রয়েছে। তবে শুধু তিন আইজি র‍্যাঙ্কের পুলিশ কর্তা নয়, চারজন ডিআইজি র‍্যাঙ্কের পুলিশ অফিসার এবং এসপি, ডিএসপি,কমবাট ফোর্সের ১১ জন অফিসার থাকবেন এই দায়িত্বে। তা ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার, ডিসিপি ও ডিসি র‍্যাঙ্কের ১৫ জন পুলিশ অফিসারকেও দায়িত্ব দেওয়া হয়েছে। তার সঙ্গে ৩১ জন ডেপুটি এসপি ও এসি এবং ২৮ জন ইন্সপেক্টরও দায়িত্বে থাকবেন।
advertisement
advertisement
সোমবার এই দায়িত্ব নিয়ে পুলিশ অফিসারদের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক করে ফেলেছেন এডিজি সাউথ বেঙ্গল। পুলিশের কী রণকৌশল হবে নবান্ন অভিযান আটকাতে এবং নবান্ন সংলগ্ন নিরাপত্তার ব্যবস্থা তা নিয়ে সোমবার উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। এদিনের বৈঠকে ইন্টেলিজেন্স রিপোর্ট যাতে সঠিকভাবে আসে সে বিষয়ে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে বলেও সূত্রের খবর। নবান্ন সংলগ্ন বিভিন্ন অলিত গলিতে যাতে ভোর থেকেই নজরদারি চলে সেই বিষয়েও পুলিশ আধিকারিকদের বিশেষভাবে গুরুত্ব দিতে বলা হয়েছে। নবান্ন সংলগ্ন প্রতিটি রাস্তায় গোয়েন্দা বাহিনীও মোতায়েন করা হবে বলেই জানা গিয়েছে।
advertisement
পাশাপাশি যে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ প্রশিক্ষিত বাহিনীও নবান্ন সংলগ্ন এলাকায় মোতায়েন করা হবে। যদিও সকালের পর থেকেই নবান্নের গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে বলে সূত্রের খবর। তবে শুধু নবান্ন সংলগ্ন এলাকায় এই নিরাপত্তা ব্যবস্থা থাকলেও দ্বিতীয় হুগলি সেতু-সহ নবান্ন আসার যে রাস্তাগুলি থাকে, প্রত্যেকটি রাস্তায় বিশেষভাবে নজরদারি রাখার জন্য বিশেষ নির্দেশও গিয়েছে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে বলে জানা গিয়েছে। তবে শুধু নবান্ন সংলগ্ন এলাকা নয়, কলকাতা পুলিশও বিশেষভাবে নবান্ন অভিযানকে কেন্দ্র করে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নবান্নের সামনে বিক্ষোভ আটকানোই বড় চ্যালেঞ্জ পুলিশের, রণকৌশল তৈরি
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement