Agnimitra Paul on State Budget 2021: 'হাসছি মোরা হাসছি দেখো', বাজেটের বিরোধিতা করতে গিয়েও দেবাঞ্জন দেবকে নিয়ে তৃণমূলকে কটাক্ষ অগ্নিমিত্রার
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
রাজ্য বাজেটের তুমুল সমালোচনা করে শাসক দলের বিরুদ্ধে তোপ দেগেছেন অগ্নিমিত্রা।
#কলকাতা: বুধবার পেশ হয়েছে রাজ্য বাজেট (State Budget 2021) । ২০২১-২০২২ অর্থবর্ষে রাজ্যের জন্য ৩ লক্ষ ৮ হাজার ৭২৭ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়। আজ বৃহস্পতিবার বিধানসভায় বিরোধীরা এই প্রসঙ্গে বলার সুযোগ পেয়েছেন। সেই সুযোগ ছাড়েননি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। রাজ্য বাজেটের তুমুল সমালোচনা করে শাসক দলের বিরুদ্ধে তোপ দেগেছেন অগ্নিমিত্রা।
অগ্নিমিত্রা খোঁচা দিয়ে বলেছেন, "হাসছি মোরা, হাসছি দেখো। পাচ্ছে হাসি, তাই হাসছি তাই। টিএমসি সরকারের দিশাহীন হাসির কথা আগেই বোধহয় সুকুমার রায় বুঝে গিয়েছিলেন। আজ বাজেট নিয়ে বক্তৃতা দিতে গিয়ে আমার এই কথাই মনে পড়ছে।"
এর পরেই রাজ্যের শিল্প ব্যবস্থা-সহ আরও বেশ কিছু বিষয় নিয়ে সরকারকে কটাক্ষ করেন তিনি। অগ্নিমিত্রা বলছেন, "শিল্পপতিদের সাহায্য করতে পারল না। কোনও নতুন শিল্পের দিশা নেই। সাগরে যেটা হওয়ার ছিল হল না। গভীর সমুদ্র বন্দর নিয়ে কোনও দিশা নেই। কলকাতা বিমানবন্দরের এক্সপ্যানশন সহ, রাস্তা সম্প্রসারণ নিয়ে কোনও কথা নেই। বিকাশ ভবনের সামনে চাকরি প্রার্থীরা বসে আছেন।"
advertisement
advertisement
এরপরেই দুর্নীতি নিয়ে সরব হন অগ্নিমিত্রা। বিধানসভায় নিজের বক্তব্য রাখতে গিয়ে টেনে আনেন ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের প্রসঙ্গও। এই নিয়েও তিনি তৃণমূলকে বিঁধেছেন। তিনি বলছেন, "দুর্নীতি ও তৃণমূল সমার্থক শব্দ। দেবাঞ্জন দেব বুঝিয়ে দিয়েছে দূর্নীতির শিকড় কত গভীরে।"
২০২১ এর বিধানসভা নির্বাচনের জয়ী বিজেপি প্রার্থী বলছেন, "ইঞ্জিনিয়ারিং আসন ফাঁকা পড়ে থাকে। সৌরভ গঙ্গোপাধ্য়ায়েরর জন্যে চিকিৎসক আসেন কর্ণাটক থেকে। রাস্তা সম্প্রসারণের কেন কোনও দিশা নেই? কেন ৩৪ নং জাতীয় সড়ক সম্প্রসারিত হল না। কত শিক্ষক নিয়োগ হয়েছে? চিকিৎসকদের নিয়োগ কত? শিল্প পার্কে কী কাজ হচ্ছে? নিজেদের জীবনকে টেনে তোলো, স্বামীজী বলেছিলেন।"
advertisement
প্রসঙ্গত, বুধবার অর্থমন্ত্রী অমিত মিত্রের অনুপস্থিতিতে বাজেট পেশ করলেন পার্থ চট্টোপাধ্যায়। ২০২১-২০২২ রাজ্য বাজেটে আগামী পাঁচ বছরে দেড় কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি থাকছে। এ ছাড়াও রোড ট্যাক্স এবং অ্যাডিশনাল ট্যাক্স আগামী ১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত মুকুব করা হচ্ছে। স্টাম্প ডিউটিতে ২% ছাড় দেওয়া হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 08, 2021 4:27 PM IST