নবান্ন অভিযানকে সামনে রেখে বিজেপির মেগা প্রচারের আজ শেষ দিন 

Last Updated:

আজও একাধিক কর্মসূচি সুকান্ত- শুভেন্দু- দিলীপদের। 

#কলকাতা:  চলতি মাসের ১ থেকে ১১ তারিখ পর্যন্ত মেগা প্রচার কর্মসূচি হাতে নিয়েছিল গেরুয়া শিবির। নবান্ন অভিযানকে সামনে রেখে বিজেপির মেগা প্রচারের আজ, রবিবার, শেষ দিন। শেষ দিনের প্রচারে ঝড় তুলতে চাইছে গেরুয়া শিবির। রাজ্যের একাধিক জেলায় বঙ্গ বিজেপির প্রথম সারির নেতাদের মধ্যে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্য নেতৃবৃন্দ আজ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।
নবান্ন অভিযানকে সামনে রেখে আজ, রবিবার, মিছিল ও সভা রয়েছে শুভেন্দু অধিকারীর নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে৷ তারপর বিকেলে হুগলির পান্ডুয়াতেও একটি পদযাত্রা ও সভা রয়েছে। সুকান্ত- দিলীপ- লকেটেরও আজ কলকাতা সহ জেলায় জেলায় একাধিক কর্মসূচি রয়েছে নবান্ন অভিযানকে সামনে রেখে। নবান্ন অভিযানকে সামনে রেখে ১  থেকে ১১ তারিখ পর্যন্ত টানা বিশেষ প্রচারের কর্মসূচি হাতে নেয় রাজ্য বিজেপি। উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ ভাগ করে সুকান্ত-শুভেন্দু-দিলীপ সহ বিজেপির প্রথম সারির নেতারা এই কদিন জেলায় জেলায় ঘুরে সভা করেন। মিছিলেও অংশ নেন। বিশেষ নজর দেন জঙ্গলমহলে।
advertisement
advertisement
কোন জেলায় কোন নেতা যাবেন, তা আগে থেকেই চূড়ান্ত করা হয়েছিল বঙ্গ বিজেপির তরফে। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই টানা ১১ দিন বিজেপি নেতারা জেলায় জেলায় ঘুরে যে মেগা প্রচার করছে আজই তার শেষ দিন। "চোর ধরতে আওয়াজ তোলো। ১৩ই সেপ্টেম্বর নবান্ন চলো"-এই স্লোগানকে সামনে রেখেই কার্যত রাজ্যের বিভিন্ন প্রান্ত চষে বেড়ালেন বাংলার পদ্ম নেতারা।
advertisement
বিজেপির মোট ৪২টি সাংগঠনিক জেলা রয়েছে। এই সাংগঠনিক জেলার ভিত্তিতে মোট ৪২ জনকে আলাদা আলাদা করে এই সাংগঠনিক জেলাগুলির দায়িত্ব দেওয়া হয়।  সমস্ত জেলাতেই ফ্লেক্স, হোর্ডিং, পোস্টারে ছেয়ে ফেলা  হয়েছে। মূল রাস্তা বা বড় কোনও স্থানে যেমন হোর্ডিং, ফ্লেক্সের  হয়েছে, তেমনই পাড়ার অলিতে গলিতে নবান্ন অভিযানের সমর্থনে পোস্টারও লাগানো হয়েছে দলের তরফে। আগামী মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান। সেই অভিযানকে সফল করতে এখন মরিয়া বঙ্গ বিজেপি। রাজ্য বিজেপি নেতাদের আশা, যেভাবে প্রচার চালানো হচ্ছে তাতে আমরা মনে করছি বিপুল সংখ্যক মানুষের জমায়েত হবে নবান্ন অভিযানে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নবান্ন অভিযানকে সামনে রেখে বিজেপির মেগা প্রচারের আজ শেষ দিন 
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement