Rajib Banerjee: দু'দিন বাদেই বিজেপির মেগা বৈঠক, রাজীব বন্দ্যোপাধ্যায় কি তবে এবার ক্রিজে ফিরছেন?

Last Updated:

বিজেপি সূত্রে খবর, রাজীবের সঙ্গে দলের যোগাযোগ বাড়াতে এবার লক্ষ্য সমন্বয়সাধন।

#কলকাতা: দলকে হঠাৎ জোড়াপত্র দিয়ে রাতারাতি আবার আকর্ষণের কেন্দ্রে রাজীব বন্দ্যোপাধ্যায়। ২৯ জুন রাজ্য বিজেপির  বৈঠকের  দিন দুয়েক আগে রাজীবের এই তৎপরতায় জল্পনার শেষ নেই। আপাতত প্রশ্ন রাজিব এই বৈঠকে থাকবেন কি থাকবেন না তাই নিয়েই। সূত্রের খবর, রাজীব বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠমহলে বলেছেন এখনও তিনি দলীয় আমন্ত্রণ পাননি পেলে বিষয়টি বিবেচনা করে দেখবেন।  বিজেপি সূত্রে খবর, রাজীবের সঙ্গে দলের যোগাযোগ বাড়াতে এবার লক্ষ্য সমন্বয়সাধন। ইতিমধ্যেই রাজীব সমন্বয়ে দায়িত্ব দেওয়া হয়েছে দলের সাধারণ সম্পাদক রথীন্দ্রনাথ বসুকে। নিউজ ১৮ বাংলাকে রথীন অবশ্য জানান, শুধু রাজীব বন্দ্যোপাধ্যায়কেই নয়,  বৈঠকে দলের তথাকথিত শীর্ষ নেতৃত্বের উপস্থিতি নিয়েই সকলের সঙ্গে প্রতিনিয়তই যোগাযোগ রাখছেন তিনি। সেই ভাবে রাজীবের সঙ্গেও কথা হয়েছে তাঁর, এবং সেই কথোপকথনে বৈঠকে অংশ নিতে রাজিও হয়েছেন রাজীব।
সেক্ষেত্রে শেষমেষ  ২৯ জুন বৈঠকে সমস্ত ক্ষোভ-বিক্ষোভ, মান-অভিমান, দূরত্ব ঝেড়ে ফেলে রাজীব বন্দ্যোপাধ্যায় হাজির হলেও অবাক হতে হবে না। শুক্রবারই রাজীব বন্দ্যোপাধ্যায় জোড়া চিঠি দেন বিজেপি নেতৃত্বকে। তার মধ্যে একটি চিঠিতে ছিল ডোমজুড় এলাকায় যেসব বিজেপি কর্মী ঘরছাড়া হয়েছেন তাদের তালিকা ছিল। অন্য একটি চিঠি ছিল মুখবন্ধ খামে ভরা। অনেকেই বলছেন এই চিঠিতে রাজীব বন্দ্যোপাধ্যায় আসলে নিজের অবস্থান জানিয়েছেন।
advertisement
ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। কিন্তু ভোট বিপর্যয়ের পর তিনি আক্ষরিক নিশ্চিহ্ন হয়ে যান দলের রুটম্যাপ থেকে। দলের সমস্ত কর্মসূচি এড়িয়ে যেতে থাকেন তিনি। বরং তৃণমূল নেতাদের সঙ্গে তার যোগাযোগ প্রকাশ্যে আসছিল। রাজীব বন্দ্যোপাধ্যায় দীর্ঘ সময় কাটান কুণাল ঘোষের বাড়িতে। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের মায়ের মৃত্যুতে শোকজ্ঞাপনে হাজির ছিলেন তিনি। এই জোড়া সাক্ষাৎ নেহাত সৌজন্যের বলে রাজীব জানালেও রাজনৈতিক মহলে জল্পনা চাউর হয় রাজীব সম্ভবত তৃণমূলে ফিরতে চাইছেন। জল্পনার কারণ, রাজীব সোশ্যাল মিডিয়া দলের সমালোচনা করে পোস্ট দিয়েছিলেন দিন কয়েক আগেই।
advertisement
advertisement
কিন্তু রাজীব তৃণমূলে ফিরতে চাইলেও অনেকগুলি কাঁটা ছিল। রাজীবের ছেড়ে যাওয়া দফতর নিয়ে উষ্মা প্রকাশ করেছেন খোদ তৃণমূল সুপ্রিমো। তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। এই অবস্থায় তাঁকে দলে ফেরালে দলের বিশ্বাসযোগ্যতাই কি প্রশ্নের মুখে পড়বে না, এই নিয়েই যখন কথা চালাচালি, তখনই আবার সক্রিয় হলেন রাজীব। এবার কি তবে নতুন করে ঘুরে দাঁড়ানোর পালা, তাকিয়ে বাংলার রাজনৈতিক মহল।
advertisement
-Sourajyoti Banerjee
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Rajib Banerjee: দু'দিন বাদেই বিজেপির মেগা বৈঠক, রাজীব বন্দ্যোপাধ্যায় কি তবে এবার ক্রিজে ফিরছেন?
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement