CAA: ‘বাংলায় সিএএ কার্যকরে বাধা দিলে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে...’ ! চরম হুঁশিয়ারি বিজেপি নেতার

Last Updated:

শমীক ভট্টাচার্য এও বলেন, ‘‘কে করবে বিরোধিতা। যদি কেউ সিএএ নিয়ে প্রতিবাদ বা প্রতিরোধ করে তাহলে তা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। নাগরিকত্ব আইন লাগু হবেই।’’

শমীক ভট্টাচার্য
শমীক ভট্টাচার্য
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ‘‘সিএএ নিয়ে কোনও বিরোধিতা হলে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে।’’ এবার এমনটাই হুঁশিয়ারি দিলেন বিজেপির এ রাজ্যের প্রধান মুখপাত্র তথা প্রাক্তন বিধায়ক শমীক ভট্টাচার্য। শমীক ভট্টাচার্য এও বলেন, ‘‘কে করবে বিরোধিতা। যদি কেউ সিএএ নিয়ে প্রতিবাদ বা প্রতিরোধ করে তাহলে তা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। নাগরিকত্ব আইন লাগু হবেই।’’
‘সবাই নাগরিক। আলাদা করে নাগরিকত্ব দেওয়ার কি আছে?’ এই প্রশ্ন তুলে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে দেখা যাচ্ছে শাসক দলের নেতা মন্ত্রীদের। সিএএ নিয়ে চরম হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এক কথায় শাসক বিরোধী তরজায় রীতিমত সরগরম সিএএ ইস্যু। এরই মাঝে প্রথমে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, ‘‘সাত দিনের মধ্যে সিএএ কার্যকর হবে।’’ এর ঠিক পরে পরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘সিএএ আর এনআরসি এক নয়, মুখ্যমন্ত্রী ভুল বোঝাচ্ছেন।’’  ফেব্রুয়ারি মাসের মধ্যেই যে সিএএ কার্যকর হবে তাও স্পষ্ট জানিয়ে দেন শুভেন্দু।
advertisement
advertisement
বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার থেকে পদ্ম শিবিরের অন্যান্য নেতারাও চব্বিশের লোকসভা নির্বাচনের আগেই যে সিএএ লাগু হবে সে কথা গত বেশ কয়েক মাস ধরেই বলে আসছেন। সম্প্রতি বঙ্গ সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে চ্যালেঞ্জের সুরে বলেন, ‘‘সিএএ কেউ আটকাতে পারবে না। আইন শীঘ্রই লাগু হবে।’’
advertisement
আর এবার সিএএ নিয়ে চরম হুঁশিয়ারি শোনা গেল বিজেপির এ রাজ্যের প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য গলায়। মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শমীক ভট্টাচার্য বললেন, ‘‘কার ক্ষমতা আছে সিএএ লাগু আটকানোর।’’ বাংলায় আইন কার্যকর করার ক্ষেত্রে যদি কেউ বাধা দেয় তাহলে সেই বাধাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে বলেও এদিন সুর চড়ালেন শমীক।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
CAA: ‘বাংলায় সিএএ কার্যকরে বাধা দিলে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে...’ ! চরম হুঁশিয়ারি বিজেপি নেতার
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement