হোম /খবর /কলকাতা /
গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিং, দিনভর গা ঢাকা দেওয়ার পর বর্ধমানে পুলিশের জালে

BJP Leader Rakesh Singh Arrested: গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিং, দিনভর গা ঢাকা দেওয়ার পর বর্ধমানে পুলিশের জালে

বিজেপি নেতা রাকেশ সিং৷

বিজেপি নেতা রাকেশ সিং৷

রাকেশ সিং-এর পরিবারের অভিযোগ, জোর করে রাকেশ সিং-এর দুই ছেলেকে তুলে নিয়ে গিয়েছে পুুলিশ৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: বিজেপি নেতা রাকেশ সিং-কে গ্রেফতার করল পুলিশ৷ পূর্ব বর্ধমানের গলসি থেকে এ দিন সন্ধ্যায় রাকেশকে গ্রেফতার করে পুলিশ৷ কোকেন কাণ্ডে এ দিনই রাকেশ সিং-এর কলকাতার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ৷ দুপুরের পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন বিজেপি নেতা৷ ফলে তাঁর বাড়িতেও রাকেশ সিং-কে পায়নি পুলিশ৷ রাকেশ সিং-এর দুই ছেলেকেও আটক করেছিল পুলিশ৷ এর পর গোপন সূত্রে খবর পেয়ে গলসি থেকে রাকেশকে জালে তোলে পুলিশ৷ রাকেশ সিং-এর দুই ছেলে সাহেব এবং শুভম সিং-কেও লালবাজারে নিয়ে যায় পুলিশ৷ রাকেশ সিং-এর পরিবারের অভিযোগ, জোর করে রাকেশ সিং-এর দুই ছেলেকে তুলে নিয়ে গিয়েছে পুুলিশ৷

কয়েকদিন আগেই আলিপুর থেকে কোকেন সহ বিজেপি নেত্রী পামেলা গোস্বামীকে গ্রেফতার করে পুলিশ৷ আদালতে তোলার সময় পামেলা রাকেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন পামেলা৷ রাকেশ মাদক পাচারের সঙ্গে যুক্ত বলেও অভিযোগ করেন তিনি৷ পাল্টা রাকেশ সিং অভিযোগ করেন, মিথ্যে কথা বলছেন পামেলা৷

পামেলার অভিযোগের ভিত্তিতে রাকেশকে ডেকে পাঠায় কলকাতা পুলিশ৷ এ দিন হাজিরা দেওয়ার কথা থাকলেও তা দেননি বিজেপি নেতা৷ বরং আইনি রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি৷ যদিও সেই আর্জি খারিজ করে দেয় আদালত৷ এর পর থেকেই গা ঢাকা দেন বিজেপি নেতা৷ এ দিন দুপুরে হাইকোর্ট থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে খোঁজ ছিল না তাঁর৷ সূত্রের খবর, এ দিনই দিল্লি যাওয়ার কথা ছিল রাকেশ সিং-এর৷ কিন্তু বিমানের টিকিটও বাতিল করে দেন তিনি৷

পুলিশ সূত্রে খবর, রাকেশ সিং-এর বিরুদ্ধে এই মাদক পাচার কাণ্ডে সরাসরি কোনও অভিযোগ ছিল না৷ কিন্তু ধৃত পামেলা গোস্বামীকে জেরা করে তাঁর নাম উঠে আসার কারণেই সাক্ষী হিসেবে রাকেশ সিং-কে ডেকে পাঠানো হয়েছিল৷ কিন্তু এ দিন হাজিরা দেওয়ার কথা থাকলেও পুলিশের সামনে আসেননি বিজেপি নেতা৷ উল্টে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন তিনি৷

রাকেশের দুই ছেলে অবশ্য় দাবি করেছেন, তাঁদের বাড়িতে তন্ন তন্ন করে খুঁজেও কিছু পায়নি পুলিশ৷ তার পরেও কেন তাঁদের আটক করা হচ্ছে, এই প্রশ্নও তোলেন বিজেপি নেতার ছেলেরা৷ যদিও, পুলিশ সূত্রে খবর, রাকেশ সিং-এর বাড়ি থেকে বেশ কিছু নগদ টাকা উদ্ধার হয়েছে৷ রাকেশের ছেলেরা পুলিশকে তল্লাশিতে বাধা দিয়েছে এবং অসহযোগিতা করেছে বলেই তাঁদের আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷

দীর্ঘ দিন কংগ্রেসে থাকা রাকেশ সিং সম্প্রতি বিজেপি-তে যোগ দেন৷ অতীতেও ভাঙচুর সহ একাধিক অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে৷ রাকেশে সিং-এর বিরুদ্ধে শতাধিক মামলাও রয়েছে৷ এবার মাদক পাচারে নাম জড়াল তাঁর৷ রাকেশ সিং-কে গ্রেফতার করে কলকাতার উদ্দেশ্য়ে রওনা দিয়েছে পুলিশ৷ আগামিকাল, বুধবার তাঁকে আদালতে তোলা হবে৷

Kamalika Sengupta/Sukanta Mukherjee

Published by:Debamoy Ghosh
First published:

Tags: BJP, Kolkata Police, Rakesh Singh