Bjp Leader: বুলডোজারে গুঁড়িয়ে গেল বিজেপি নেতার বাড়ি! ভয়ঙ্কর অভিযোগ কলকাতায়, নেপথ্য 'বড়' কারণ
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:SHANKU SANTRA
Last Updated:
Bjp Leader: শাসক শিবিরে নাম না লেখালে বাড়ির গ্যারাজের সামনে নির্মাণ কাজ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।
কলকাতা: বিডন স্ট্রিটে বিজেপি নেতার বাড়ির একাংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার পর এবার তৃণমূলে (TMC) যোগ দেওয়ানোর জন্য় চাপ দেওয়ার অভিযোগ উঠল।
শাসক শিবিরে নাম না লেখালে বাড়ির গ্যারাজের সামনে নির্মাণ কাজ করতে দেওয়া হচ্ছে না। বিজেপি নেতার কাঠগড়ায় ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারক চট্টোপাধ্যায়। এ নিয়ে রাজ্যপাল ও বড়তলা থানায় ই-মেল করে অভিযোগ জানিয়েছেন বলে দাবি করেছেন বিজেপি নেতা সুনীল সিংয়ের।
advertisement
advertisement
তাঁর দাবি, রাজ্যপাল বিষয়টি দেখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগে বেআইনি বলে দাবি করে বিডন স্ট্রিটে বিজেপি নেতার বাড়ির একাংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
বিজেপি নেতার দাবি, মেয়রের সঙ্গে কথা বলে তিনি ফের নির্মাণ কাজ শুরু করেন। তৃণমূল কাউন্সিলরের দাবি, বেআইনি নির্মাণে বাধা দেওয়াতেই মিথ্যা অভিযোগ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 28, 2023 4:53 PM IST